গেইম

ফেইসবুকে বিশ্বকাপের নতুন প্রোফাইল ফ্রেম অ্যাড করেছেন?

By Baadshah

June 13, 2018

বৃহস্পতিবার পর্দা উঠতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ফুটবল ২০১৮। এ উপলক্ষে ফেইসবুকেও যুক্ত হয়েছে বিভিন্ন দলের সমর্থনে তৈরি প্রোফাইল ফ্রেম। ফেইসবুক খুলতেই ব্যবহারকারীরা দেখতে পারছেন অ্যানিমেটেড একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, একজন খেলোয়াড় বল পাঠিয়ে দিচ্ছেন স্টেডিয়ামের ভেতরে। বলটি গিয়ে পড়ছে মাঠের ঠিক মাঝখানে।ভিডিওটির নিচে লেখ রয়েছে গোল। তার নিচে ফেইসবুক লিখেছে, ফুটবলের জ্বর সাড়া বিশ্বে ছড়িয়ে পড়ছে। ফেইসবুকে যারা আছি তারাও উত্তেজনায় ভুগছি। প্রোফাইল ফ্রেম অ্যাড করে অন্যান্য ভক্তদের সঙ্গে একাত্ম হয়ে নিন।

প্রোফাইল ফ্রেম অপশনে ক্লিক করলে চলে আসছে বিভিন্ন দেশের নাম ও পতাকাসহ ফ্রেম। পর্তুগাল, জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, ইংল্যান্ড, উরুগুয়ে ফ্রান্স, ফিনল্যান্ড, বেলজিয়াম, তিউনিশিয়া, ম্যাক্সিকো, পানামা, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, রাশিয়া, জাপান, পেরু, সার্বিয়া, সুইজারল্যান্ড, ক্রোয়েশিয়া, পোল্যান্ড, ইরানসহ বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দলের সমর্থনেই প্রোফাইল ফ্রেম যুক্ত করা যাবে। এখন পর্যন্ত অপশনটিতে লাইক পড়েছে ৭৮ হাজার ৭০০টি।