টিপস ও টিউটোরিয়াল

ফেইসবুক নিউজফিডে বন্ধুর পোস্ট দেখে বিরক্ত? না দেখার কৌশল জানুন

By Baadshah

August 06, 2018

কম বেশি সবার ফেইসবুকেই এমন অনেক বন্ধু আছেন যারা দিনে ১০-১২ বার স্ট‍্যাটাস দেন। অন্যান্যদের কাছে যা অপ্রয়োজনীয় মনে হতে পারে। একই রকমের স্ট‍্যাটাস দেখতে দেখতে অনেকে বিরক্তও হতে পারেন।

গুজব ও ভিত্তিহীন পোস্ট শেয়ারকারী ব্যক্তিদের সংখ্যাও এখন কম নয়।কিন্তু যে ব‍্যক্তিটি এমন পোস্ট শেয়ার করছে সে হয়ত আপনার কাছের কোনো আত্মীয়। যাকে ফেইসবুক থেকে আনফ্রেন্ড করা সম্ভব নয়।

তবে এক্ষেত্রে এই সকল বন্ধুদের স্ট‍্যাটাস এড়ানোর উপায় হিসেবে রয়েছে ‘unfollow’ অ‍পশন।অপশনটি ব্যবহার করলে আপনি সেই ইউজারের ফ্রেন্ড থাকবেন ঠিকই, কিন্তু তার কোনো পোস্ট আপনার চোখে পড়বে না। এমনকি আপনি যে আনফলো করেছেন সেটাও তিনি বুঝতে পারবেন না।

কোনো বন্ধুকে আনফলো করতে প্রথমে তার টাইমলাইনে যেতে হবে। তারপর তার কভার ইমেজের নিচেই Friends ও Following নামে দুটো বাটন দেখতে পাবেন।Following বাটনের উপর কার্সর নিলে যে অপশনগুলো দেখতে পাবেন, সেখান থেকে সবচেয়ে নিচে থাকা Unfollow User অপশনটি সিলেক্ট করে দিতে হবে। তাহলেই ওই ইউজারের কোনো পোস্ট আর আপনার চোখে পড়বে না।