ফেরারি গাড়ির স্বপ্ন দেখেন? ক্লাসিক একটি ফেরারির দাম কত হাতে পারে জানেন? ৪০৩ কোটি টাকার বেশি ($48.4 million )। নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া গাড়ির রেকর্ড করেছে ফেরারির একটি গাড়ি। ১৯৬২ ফেরারি ২৫০ জিটিও গাড়িটি যুক্তরাষ্ট্রে নিলামে বিক্রি হয়েছে। এটি এখন পর্যন্ত সবচেয়ে দামি গাড়ি। কেন এত দাম? ফেরারির নকশা আর সৌন্দর্যের কথা সবার মুখে মুখে। আর ক্লাসিক গাড়ির কথা তো আছেই।
এটি তো লিমিটেড এডিশনের গাড়ি। মাত্র ৩৬টি ফেরারি ২৫০ জিটিও তৈরি হয়েছিল। তারই একটি। এর মালিকদের আলাদা ক্লাব আর সম্মান আছে। বিশেষ এ গাড়িটি ১৯৬২ সালে রেসিং চ্যাম্পিয়ান। ১৫টি রেস জিতেছে। মার্কিন ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ান এ গাড়িটি চালিয়েছেন।
এর আগে ২০১৪ সালে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া গাড়িটি ছিল ফেরারি ২৫০ জিটিও বার্লিনেটা। ওই গাড়িটির দাম উঠেছিল ৩১৬ কোটি ৮১ লাখ টাকার বেশি (৩ কোটি ৮০ লাখ ডলার)। ২০১৬ সালে ফ্রান্সে আরেকটি গাড়ি বিক্রি হয়েছিল ২৯১ কোটি ৮০ লাখ টাকায়। ওই গাড়িটির মডেল ছিল ১৯৫৭ ফেরারি।
১৯৬২ ফেরারি ২৫০ জিটিও গাড়িটিকে সংগ্রহে থাকা গাড়ির মধ্যে ‘হলি গ্রেইল’ বলা হয়। এটি মাইক্রোসফটের সাবেধ নির্বাহী গ্রেগ হুইটম্যানের সংগ্রহে ছিল।