প্রযুক্তি খবর

ফেসবুকের ড্রোনের মাধ্যমে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে গেলো

By Baadshah

June 29, 2018

ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন বিশ্বের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে সৌরশক্তিচালিত ড্রোন দিয়ে ইন্টারনেট পৌঁছে দেওয়ার প্রকল্প পুরোপুরি বন্ধ করে দিলো ফেসবুক। নানা সীমাবদ্ধতার কারণে এ প্রকল্প বন্ধ করে দিল বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।

২০১৪ সালে অ্যাকুইলা ইন্টারনেট ড্রোন প্রকল্প চালু করেছিল ফেসবুক। প্রত্যন্ত অঞ্চলগুলোতে ইন্টারনেট পৌঁছে দেওয়াই ছিল এর মূল উদ্দেশ্য। পরীক্ষামূলক অবস্থায় এই প্রকল্পটি নানা প্রতিকূলতার সম্মুখীন হয়। ইন্টারনেট ড্রোনের পাখা ভেঙ্গে গিয়ে মাটিতে পড়ে যায়। মরুভূমিতে বিধ্বস্ত হয় সৌরচালিত ড্রোনটি।

তবে ফেসবুক জানিয়েছে তারা এয়ারবাসের মতো প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব করতে পারে যাতে আরও বেশি মানুষকে ইন্টারনেটে সংযুক্ত করার প্রচেষ্টা চালিয়ে যেতে পারে।

ফেসবুক ছাড়াও গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ইন্টারনেট সংযোগ নেই এমন অঞ্চলগুলোতে আকাশ থেকে ইন্টারনেট সেবা দিতে প্রকল্প নিয়েছে। ‘টাইটান’ নামের ওই প্রকল্প অ্যালফাবেট বাতিল করে দিলেও বিশাল আকৃতির বেলুনের মাধ্যমে ‘প্রজেক্ট লুন’ নামে অপর একটি প্রকল্প চালিয়ে যাচ্ছে।