ব্যবহারকারীর ফোনকল ও টেক্সট মেসেজের তথ্য সংগ্রহ করে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক। এ অভিযোগ এনে ফেসবুকের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নর্দার্ন ডিসট্রিক্টের ফেডারেল আদালতে মামলা করেছেন তিন ফেসবুক ব্যবহারকারী।
মামলাটি ক্ষতিগ্রস্ত সব ফেসবুক ব্যবহারকারীর পক্ষ থেকে করা হয়েছে এবং অনির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।
এ বিষয়ে অবশ্য ফেসবুকের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
সম্প্রতি ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার কেলেঙ্কারি নিয়ে সমালোচনার মুখে পড়েছে ফেসবুক। কেমব্রিজ অ্যানালিটিকা নামের একটি নির্বাচনী পরামর্শক প্রতিষ্ঠান ফেসবুক থেকে তথ্য হাতিয়ে ট্রাম্পের নির্বাচনী প্রচারে কাজে লাগিয়েছে বলে অভিযোগ উঠেছে।
এরই মধ্যে গত রোববার ফেসবুক কর্তৃপক্ষ ব্যবহারকারীদের কল লগ ও এসএমএস তথ্য সংগ্রহ করার কথা স্বীকার করে। তবে ফেসবুক দাবি করে, তারা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম থেকে যে তথ্য সংগ্রহ করে, তা ব্যবহারকারীর অনুমতি নিয়েই করে। তবে তারা সরাসরি কোনো কল বা এসএমএস কনটেন্ট সংগ্রহ করে রাখে না। তবে যে তথ্য সংগ্রহ করে, তা পুরোপুরি নিরাপদ। এসব তথ্য কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের কাছে বিক্রি করা হয় না। তথ্যসূত্র: রয়টার্স।