প্রযুক্তি খবর

ফেসবুকে এলো নতুন ফিচার ‘ইয়োর টাইম ওন ফেসবুক’

By Baadshah

August 20, 2018

ফেসবুকে একাধিকবার ছবি পরিবর্তন, স্টেটাস আপডেট আর কমেন্ট করেই দিনের বেশি সময়টা কেটে যায়! এসবের পর মনে হয় নষ্ট হলো সময়। এবার সেই সময় বাঁচাতে সাহায্য করবে ফেসবুকই। ‘ইয়োর টাইম ওন ফেসবুক’ বলে আসছে ফেসবুকের নতুন ফিচার।

এই নতুন ব্যবস্থাই আপনাকে বলে দেবে কতটা সময় এই সোশ্যাল মিডিয়ায় কাটাচ্ছেন আপনি ৷ নতুন ফিচারের মাধ্যমে আপনি নির্দিষ্ট সময় বেধে দিতে পারবেন ফেসবুকের জন্য। সেই সময় অতিক্রম হলেই আপনাকে জানান দেবে ‘ইয়োর টাইম ওন ফেসবুক’।

এছাড়াও ফেসবুক নোটিফিকেশনও আয়ত্ত্বে রাখতে সাহায্য করবে এই নতুন ফিচার ৷ সাত দিন অন্তর সপ্তাহের ফেসবুকে কাটানো গড় সময়টাও জেনে যাবেন আপনি ৷ এছাড়া ফেসবুকে বিজ্ঞাপনের সময় কমানো হবে, যাতে এই সোশ্যাল মিডিয়া ব্যবহারে মানুষের কোন বিরক্তি না আসে। ফেসবুকে যুক্ত থাকুন, কিন্তু একে নিজের নেশা বানাবেন না, বলছে ফেসবুকও ! তাই তো এই সময় মাপার ব্যবস্থা করছে কর্তৃপক্ষও।

তথ্যসূত্র : ডিএমপি নিউজ