প্রযুক্তি বিশ্ব

ফেসবুকে খবর শেয়ার করার আগে সত্যতা যাচাই করে নিন

By Baadshah

May 20, 2018

এখন থেকে ফেসবুকে নিউজ পোস্ট করার আগে সত্যতা যাচাই করা জরুরী কেননা ফেসবুকে মিথ্যা খবর শেয়ার করলে অ্যাকাউন্ট বন্ধ করবে ফেসবুক। সম্প্রতি ফেসবুকের বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে। তার সঙ্গে ফেক প্রোফাইল ঘিরেও অজস্র অভিযোগ রয়েছে। তাই এবার কড়া পদক্ষেপ নিচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ।

সূত্র জানায়, যে সব প্রোফাইলে হিংসাত্মক, বর্ণবিদ্বেষমূলক, সন্ত্রাসবাদ সমর্থনকারী, যৌনতা উদ্রেককারী, মিথ্যা খবর কিংবা ছবি থাকবে সেগুলোকে বন্ধ করে দেওয়া হবে। যদিও ইতোমধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার করেছে ফেসবুক। তবে সেটাও যথেষ্ট নয়। তাই কর্মীদের প্রতি আরও বেশি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশে বলা হয়, ধর্মীয় উত্তেজনা ছড়ানোর ক্ষেত্রে অনেকেই ফেসবুক ব্যবহার করছেন। এ বিষয়ে কড়া নজরদারি চালানো হবে। এ ক্ষেত্রে কতগুলো পোস্ট বা প্রোফাইল মুছে দেওয়া হবে? তারও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে ফেসবুক। এতে প্রায় ১৩০ কোটি অ্যাকাউন্ট মুছে দেওয়া হবে। তাই সময় থাকতেই সতর্ক হোন।