ফেসবুকের নেতৃত্বে বড় রদবদল এসেছে। পরিবর্তন এসেছে ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারের মতো সেবার নেতৃত্বেও। প্রতিষ্ঠার পর এত বড় পরিবর্তন ফেসবুকে আর হয়নি। ফেসবুকের প্রধান পণ্য কর্মকর্তা ক্রিস কক্সকে প্রতিষ্ঠানটির সব অ্যাপের দায়িত্বে দেওয়া হয়েছে। আর ফেসবুক অ্যাপের প্রধানের দায়িত্ব পেয়েছেন উইল ক্যাথকার্ট। ফেসবুক নিউজফিডের সাবেক প্রধান অ্যাডাম মজেরিকে দেখা যাবে ইনস্টাগ্রামের প্রধান পণ্য কর্মকর্তা হিসেবে। আর অ্যাডামের স্থানে থাকা কেভিন ওয়াইল যুক্ত হবেন ব্লকচেইন দলে। আর ব্লকচেইনের প্রধানের পদ দেওয়া হয়েছে মেসেঞ্জারের সাবেক প্রধান ডেভিড মারকাসকে। ক্রিস ডেনিয়েল আগে ইন্টারনেট ডট অর্গের দায়িত্ব পালন করতেন। এখন তিনি হোয়াটসঅ্যাপের নেতৃত্ব দেবেন। ওবামা প্রশাসনের সাবেক এক কর্মকর্তা জেফ জিয়েন্টস যোগ দিচ্ছেন ফেসবুকের পরিচালনা পর্ষদে। ফেসবুকের বিভিন্ন ফাঁকফোকর আমলে এনে এ ধরনের পরিবর্তন আনা হচ্ছে। বিশেষ করে ব্যবহারকারীর তথ্য কেলেঙ্কারির ঘটনার ভিত্তিতে। রদবদলের ঘটনা প্রথম প্রকাশ করে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট রিকোড।