TechJano

ফেসবুকে স্প্যানিশ লা লিগার খেলা দেখতে যা করবেন

ক্লাব ফুটবলের অন্যতম জনপ্রিয় আসর স্প্যানিশ লা লিগা এখন ফেইসবুকেই দেখা যাবে। লা লিগায় আজ মাঠে নামছে বার্সেলোনা। এবার উপমহাদেশের ফুটবল-ভক্তদের লা লিগা দেখতে ফেসবুক ছাড়া উপায় নেই। কারও যদি ফেসবুক অ্যাকাউন্ট না থাকে তবে আজই খুলে ফেলুন।

ভারত, আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, নেপাল, মালদ্বীপ, শ্রীলংকা আর পাকিস্তানের দর্শকরা লা লিগার তিনটি মৌসুমের প্রতিটি খেলা ফেইসবুকে বিনা খরচে দেখতে পারবেন। লা লিগা’র ডিজিটাল কৌশলবিষয়ক প্রধান আলফ্রেডো বেরমেজো রয়টার্স-কে বলেন, “ভারতীয় উপমহাদেশের মতো এমন গুরুত্বপূর্ণ একটি অঞ্চলে বিনামূল্যে সম্প্রচার সেবা দিতে আমরা সত্যিই আনন্দিত।”

খেলা গত রাত থেকেই শুরু হয়ে গেলেও বড় দলগুলো মাঠে নামছে আজ থেকে। খেলা দেখতে ফেসবুকে লগইন করে ঢুকতে হবে লা লিগার অফিশিয়াল পেজে (https://www.facebook.com/LaLiga/)। লা লিগার ২০টি ক্লাবের অফিশিয়াল পেজে ঢুঁ মেরেও দেখতে পারবেন ওই দলের খেলা। আজ রাত সোয়া ২টায় মৌসুম শুরু হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার। বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাঠে নামবে আগামীকাল রাত সোয়া ২টায়।

Exit mobile version