ট্রেন্ডিং

ফেসবুকে হুবহু প্রোফাইল তৈরি হচ্ছে

By Baadshah

August 10, 2018

ফেসবুক এখন আর ফেসবুক নেই। একে বাজে কাজে লাগানো হচ্ছে। সম্প্রতি ফেসবুকের প্রোফাইল নকল করে তা থেকে বাজে বার্তা ছড়ানোর ও গুজব ছড়ানোর হার বেড়েছে। এতে প্রকৃত ব্যক্তি বিড়ম্বনার শিকার হচ্ছেন। ফেসবুকে এমন অভিযোগ করে এক পোস্টে ভুক্তভোগী লিখেছেন- #গুজবে কান দিলে দিতেও পারেন. . .

প্রতিনিয়তই ইনবক্সে বিচিত্র ম্যাসেজ আসে। এটা একটু ব্যতিক্রম বলে সবার জন্য ওয়ালে দিয়ে দিলাম। এমনটা হলে হতেও পারে।. . . ‘‘এখন কারো কারো একাউন্ট ক্লোন করা হচ্ছে! আপনার প্রোফাইল পিকচার এবং নাম দিয়ে আরেকটি একাউন্ট খোলা হচ্ছে! এরপর তারা আপনার বন্ধুকে বন্ধুত্বের রিকোয়েস্ট পাঠাচ্ছে। অন্যদিকে, আপনার বন্ধুরা আপনি ভেবে তা গ্রহণ করছে। ক্লোন করা আইডি থেকে সরকার বিরোধী, ধর্মবিরোধী লেখা যা আপনাকে ফাঁসাতে পারে এ ধরনের ছবি পোস্ট করবে। এই সুযোগে এই তস্করের দল আপনার পরিচয়ে তাদের বার্তা ছড়াবে।’’ তাই আমার নামে এই একাউন্ট ব্যতিত অন্য কোন একাউন্ট থেকে দ্বিতীয় কোন রিকোয়েস্ট আসলে তা গ্রহণ করবেন না। কেউ আমার পরিচয়ে ভ্রান্তি ছড়ালে আমি দায়ী নই।

করণীয়: আপনার নাম দিয়ে আর প্রোফাইল খোলা হয়েছে কিনা সার্চ দেন। ওই প্রোফাইল সম্পর্কে ফেসবুককে রিপোর্ট করুন। বিপদ বুঝলে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সাহায্য নিন।