প্রযুক্তি বিশ্ব

ফেসবুক অবস্থান বদলাবে না

By Baadshah

July 03, 2020

একের পর এক বিজ্ঞাপনদাতারা ফেসবুক ছাড়ার ঘোষণা দিলেও ফেসবুক তার অবস্থান বদলাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। তবে আগামী সপ্তাহেই ‘স্টপ হেইট ফর প্রফিট’ আন্দোলন পরিচালনাকারীদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন তিনি।

ঘৃণ্য বক্তব্য নিয়ে পাঁচ শ’র বেশি বিজ্ঞাপনদাতা ফেসবুক প্ল্যাটফর্ম বর্জনের ঘোষণা দেওয়ার প্রতিক্রিয়ায় দ্য ইনফরমেশন প্রতিবেদককে জাকারবার্গ বলেছেন, ফেসবুক বর্জনের ঘোষণার সঙ্গে সম্মান ও অংশীদারিত্বের বিষয় জড়িত। বিপরীতে এতে ফেসবুকের আয়ের সামান্য অংশে হুমকি হতে পারে। যেসব বিজ্ঞাপনদাতারা সরে গেছেন, তারা শিগগিরই আবার ফেসবুকে ফিরে আসবেন।

এদিকে গত মঙ্গলবার ফেসবুকের গ্লোবাল বিজনেস সলিউশনের ভাইস প্রেসিডেন্ট ক্যারোলিন এভারসন এবং পাবলিক পলিসি ডিরেক্টর নিল পটস মঙ্গলবার বিজ্ঞাপনদাতাদের সাথে অন্তত দুটি বৈঠক করেছেন।