ভ্যালেনটাইনস ডে তে ডিনার ডেটের প্ল্যান করছেন? ৯ লাখ টাকা গোছানো আছে তো? সামনেই আসছে ভালোবাসা দিবস। এই দিবসকে ঘিরে কর্পোরেট জগতে শুরু হয়েছে অফারের ছড়াছড়ি। এতোসব অফরের ভিড়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে আমারই ঢাকা হোটেলের নয় লাখ টাকার ডিনার ডেট নিয়ে। এই অফারের আওতায় হেলিকপ্টারে ঢাকা শহর দেখা, স্পা, নয় পর্বের ডিনার ও হানিমুন স্যুইটে থাকার সুযোগ থাকছে। ১ ফেব্রুয়ারি সকালে ফেইসবুকে পোষ্ট করা এই বিজ্ঞাপন দেখে অনেকেই মজার মজার সব কমেন্ট করতে শুরু করেন। এক ব্যবহারকারী লেখেন, আমার কাছে নয় লাখ + ভ্যাট দেওয়ার মতো ক্যাশ বা কার্ড নেই। আপনারা কি এর বদলে কিডনি বা দেহের অন্য কোনো অংশ নিবেন? আরেকজন লেখেন, এই টাকা দিয়ে ইউরোপ আমেরিকা ঘোরার পর কক্সবাজার ট্রিপে যাওয়ার মতো টাকাও হাতে থাকবে। অন্য আরেক ব্যবহারকারী লেখেন, আপানারা কি এ টাকায় হোটেল বিক্রি করবেন? ব্যবহারকারীদের কেউ কেউ আবার এতো টাকা খরচ করে এক বেলা হোটেলে না থেকে এই টাকা দিয়ে আর কতো কি করা যায় সেসব পরামর্শও দেন। এতো সব ব্যঙ্গ বিদ্রুপের সুযোগ নিয়ে নতুন ধরনের বিজ্ঞপন প্রচার করেছে তাদের প্রতিবেশী হোটেল লেকশোর গুলশান ও টোকিও এক্সপ্রেস। লেকশোর তাদের বিজ্ঞাপনে লিখেছে, কিডনি বিক্রি না করেই সবচেয়ে ভালো ভ্যালেন্টাইন ডেট পেতে পারেন। কেনো লাখ টাকা খরচ করবেন? লেকশোরে চার হাজার টাকাতেই সেরে নিন বার্বিকিউ ডিনার। টোকিও এক্সপ্রেস তাদের বিজ্ঞাপনে লিখেছে, প্রেমিকার মন জয় করার জন্য কেনো কিডনি বিক্রি করতে হবে? নির্দিষ্ট মূল্যের মধ্যে যেকোনো কিছু অর্ডার করুন।