টিপস ও টিউটোরিয়াল

ফেসবুক এডের উচ্চ পর্যায়ের কৌশল

By Baadshah

August 14, 2018

ফেসবুক এড না দিলে এখন ব্যবসা নাই। ব্যবসা প্রসারের মাধ্যম এখন ফেসবুক এড। ফেসবুকে এক ক্লিকেই পণ্যর খবর জানানো যায় ফেসবুকেএডরে মাধ্যমে। ফেসবুক ব্যবহারের সময় আমরা নানা পণ্যের বা প্রতিষ্ঠানের এড দেখি। অনেকেই এরকম ফেসবুক ্দএড দিতে চান। ফেসবুকেএড কিভাবে দিবেন? এড দেওয়ার নিয়ম জেনে নিন:

ফেসবুকে পেজ বুস্ট করব কিভাবে? ফেসবুক বিজ্ঞাপন দেওয়ার উপায়

– একই এড আপনার সকল প্রকার সম্ভাব্য গ্রাহকের জন্য রান করবেন না ।

আপনার প্রত্যাশিত এবং রিটারগেটিং এড আলদা আলাদা ধ্যান ধারণার মানুষের জন্য আলাদা আলাদা হওয়া উচিৎ । এবং একেক ধরনের মানুষের “interest” একেক রকম হবে সেটা মাথায় রাখতে হবে ।

– আপনার ব্র্যান্ড সচেতনেতা গড়তে এবং আপনার প্রডাক্ট সম্পর্কে শেখাতে প্রস্পেকটিং এড ব্যাবহার করুন । এবং পরে রিটারগেটিং এড ব্যাবহার করুন তাদের জন্য যারা ইতিপূর্বে আপনার প্রডাক্টের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে । রিটারগেটিং এড সম্ভাব্য গ্রাহকের পিছু নেয়া এবং ক্রয় করতে উৎসাহিত করার জন্য মার্কে টিয়ার দের প্রথম পছন্দ ।

– এডে emojis ব্যাবহার করলে তা দাবানলের মত ছড়িয়ে পড়ে , যদিও বড় , আরও বেশী প্রতিষ্ঠিত কোম্পানি হোক না কেন ।

emojis ভাল ফলাফল এর জন্য খুব কার্যকারী , তবে এই সব কৌশল প্রয়োগ এর ক্ষেত্রে সব সময় আপনার জন্য কোনটা বেশী কাজ করছে তা টেস্ট করে জানতে হবে ।

– সর্বদা টেস্ট করতে থাকুন

ফেসবুকে এড দিন দিন চেলেঞ্জিং হতে আছে তাই প্রত্যেক ২ সপ্তাহে নতুন নতুন করে এড দিয়ে টেস্ট করতে থাকুন কোনটি আপনার জন্য বেশী কাজ করছে তা নিশ্চিত হতে ।

– Lookalike audiences অনেক মার্কে টিয়ার এর জন্য প্রধানতম টার্গেট , এটা সঠিক ও বটে ।

এই এড বেশ কাজে আসে তবে মনে রাখতে হবে Lookalike audiences যখন করছেন তখন আপনি অনেক সম্ভাব্য গ্রাহক কে এড়িয়ে চলছেন । তাই ইহা যথাযথ হয় যেন ।

লেখক: সামসুল আলম রাজ

কিভাবে আপনি ফেসবুকে বিজ্ঞাপন দেবেন