ফেসবুকে ভিডিও দিয়ে টাকা আয়ের সুযোগ চালু করে দিল ফেসবুক। ফেসবুক ওয়াচ বিশ্বজুড়ে উন্মুক্ত করেছে ফেসবুক। শিগগিরই বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ভিডিও নির্মাতারা ফেসবুক ওয়াচে ভিডিও আপলোড করে টাকা আয় করতে পারবেন। ফেসবুক ওয়াচ ইউটিউবের মতোই ভিডিও সেবা। তবে ফেসবুক ওয়াচ দিয়ে ফেসবুক ইউটিউবের চেয়ে বেশি টাকা অফার করছে।
ফেসবুক বলেছে, তারা ভিডিও ক্রিয়েটরদের ৫৫ শতাংশ অর্থ দেবে। ফেসবুক নেবে ৪৫ শতাংশ। যুক্তরাষ্ট্রের ভিডিও নির্মাতারাও এ সুযোগ পান। তারা অ্যাড ব্রেক নামের সেবা দিয়ে এ সুযোগ দেবে। তবে অ্যাড ব্রেকে অংশ নিয়ে অর্থ আয় করতে হলে ভিডিও নির্মাতাদের কমপক্ষে তিন মিনিটের ভিডিও তৈরি করতে হবে। এ ছাড়া দুই মাসে ৩০ হাজার ব্যবহারকারী এক মিনিট করে ভিউ থাকতে হবে। ১০ হাজার ফলোয়ার থাকতে হবে।
ফেসবুক কর্মকর্তারা বলেছেন, যাঁরা অর্থ আয় করতে চান তাঁদের জন্য আরও নানা উপায় নিয়ে কাজ করছে ফেসবুক। ব্র্যান্ডের কনটেন্ট ও তাদের ফ্যানদের সরাসরি সমর্থন পাওয়ার সাবসক্রিপশন মডেলও থাকবে। ফ্যান সাবসক্রিপশন মডেলটি শিগগিরই চালু হবে।
ওয়াচ ব্যবহার করে বন্ধু, ভক্ত বা ভিডিও নির্মাতার সঙ্গে কথোপকথন চালানো যাবে। এ ছাড়া এ সেবার মাধ্যমে অর্থ আয়ের সুবিধাও পাবেন ভিডিও নির্মাতারা। ফেসবুক এতে অ্যাড ব্রেকস নামের বিজ্ঞাপন সুবিধা চালু করবে। শুরুতে এটি যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে শুরু হচ্ছে। এরপর অন্য দেশে এ সুবিধা চালু হবে।
ফেসবুকের কর্মকর্তা জানান, ফেসবুকের স্বয়ংক্রিয় বিজ্ঞাপন সুবিধার মাধ্যমে ওয়াচ প্ল্যাটফর্ম থেকে বলার মতো মুনাফা করতে পারছেন ভিডিও প্রকাশকেরা। এখানে বিভিন্ন ফিচার শো করছেন তারা।
যুক্তরাষ্ট্রে চালু করার এক বছর পরে বিশ্বজুড়ে সবার জন্য ভিডিও সেবা ‘ওয়াচ’ উন্মুক্ত করল ফেসবুক। ইউটিউবকে টেক্কা দিতে এই ভিডিও সেবা এনেছে ফেসবুক। এতে ইউটিউবের মতো বিভিন্ন ভিডিও দেখা যাবে।
প্রতি মাসে যুক্তরাষ্ট্রের ৫ কোটি মানুষ ওয়াচে ভিডও দেখেন এবং কমপক্ষে এক মিনিট করে থাকেন। ২০১৮ সালের শুরুতে এ সেবাটি চালু করার পর থেকে এ সাইটে সময় কাটানোর হার ১৪ শতাংশ পর্যন্ত বেড়েছে।