জনপ্রিয়

ফেসবুক নতুন করে সাজানো হচ্ছে

By Baadshah

May 11, 2020

নতুন করে সাজানো হচ্ছে ফেসবুক। গত শুক্রবার থেকে ফেসবুকের অবয়ব বদলে যেতে শুরু করেছে। সঙ্গে যোগ হয়েছে ডার্ক মোড।২০১৯ সালের এফ এইট ডেভলপার কনফারেন্সে ফেসবুক জানিয়েছিল, খুব শিগগিরই তারা বদলাতে চলেছে ফেসবুকের অবয়ব।

বর্তমানে ফেসবুক বিশ্বব্যাপী নতুন ডেক্সটপ ভার্সন নিয়ে এসেছে। আপনি যদি এখনও এই নতুন আধুনিক ফেসবুক না পেয়ে থাকেন তাহলে আর কয়েকটা দিন অপেক্ষা করুন অথবা জেনে নিন কীভাবে এই স্পেসিফিকেশন এর সুবিধা ভোগ করতে পারবেন আপনি।

মোবাইলে ডাক মোর্ড যে সুবিধা দেয় সেই একই সুবিধা পাবেন ডেক্সটপের ক্ষেত্রে। কোম্পানি জানিয়েছে, নতুন ডিজাইন ব্যবহারের ফলে ভিডিও দেখা, গেম খেলা অথবা গ্রুপে সকলের সঙ্গে চ্যাট করার ক্ষেত্রে অনেক সুবিধা হয়েছে। আরোও ইউজার ফ্রেন্ডলি হয়ে উঠেছে ফেসবুক। ক্রিয়েটিভ অ্যান্ড স্পেস গ্রুপ এবং অ্যাডের জন্যও পদক্ষেপ আরও সহজ করেছে নতুন ডিজাইন।

প্রসঙ্গত, নতুনভাবে সাজানো ফেসবুক ডেক্সটপ আপনার চোখের ক্লান্তি দূর করবে। পাশাপাশি নতুন ডিজাইনের ডেক্সটপ অভিজ্ঞতা পাঠ করার ক্ষেত্রে একেবারে যথাযথ। গত মাসেই ফেসবুক ডার্ক মোড ম্যাসেঞ্জার নিয়ে এসেছে। মার্চ মাসে ফেসবুক মালিকানাধীন হোয়াটসঅ্যাপ তাদের ডার্ক মোড নিয়ে এসেছে।

কীভাবে ফেসবুকের নতুন ওয়েবসাইটে বদলে ফেলবেন আপনার অ্যাকাউন্ট? ফেসবুক হোম পেজে যান সেখানে গিয়ে ডান দিকের কোণে নিচের দিক করা তীর চিহ্নে ক্লিক করুন। ক্লিক করুন switch to new Facebook.  সেখানে ডার্ক মোড এ ক্লিক করলেই আপনার ডেক্সটপে খোলা ফেসবুক অ্যাকাউন্ট বদলে যাবে।