জনপ্রিয়

ফেসবুক নাটোরকে হোমটাউন স্বীকৃতি দিলো

By Baadshah

October 03, 2020

নাটোর জেলাকে হোম টাউন বা কারেন্ট সিটি সেট করার সমস্যাটি সমাধান করেছে ফেসবুক কর্তৃপক্ষ। মেক্সিকো নয়; ভার্চুয়াল দুনিয়াতেও বনলতা সেনের ‘নাটোর’ এখন বাংলাদেশের।

ফলে এখন থেকে “Natore” জেলাকে হোম টাউন বা কারেন্ট সিটি হিসেবে সনাক্ত করা যাচ্ছে। দু’দিন আগেও নাটোর জেলাটি ফেসবুকে “Natore, Sonora, Mexico” হিসেবে দেখাতো।

দীর্ঘদিনের এ সমস্যাটির সমাধানে এলাকাবাসীর পক্ষে ফেসবুক কর্তৃপক্ষের দৃষ্টিতে আনেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৃহস্পতিবার প্রতিমন্ত্রী বলেন, ‘নাটোরের মানুষের দাবীর মুখে আমি বিষয়টি ফেসবুক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। তারা সাড়া দিয়েছে। এখন থেকে ফেসবুকে নাটোরকে নাটোর হিসেবেই সেইভ করা যাবে।’