জনপ্রিয়

ফেসবুক প্রতিযোগিরা পুরস্কার পেল এলজি টিভি

By Baadshah

October 31, 2019

রাজধানী ঢাকার গুলশানে ৩০ অক্টোবর এলজি বাংলাদেশ হেড অফিসে অনুষ্ঠিত স্মার্ট সারপ্রাইজ ক্যাম্পেইনের পুরস্কার বিতরনী অনুষ্ঠান। গত ১৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর সাত দিনব্যাপী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই ক্যাম্পেইন চলে। এলজি বাংলাদেশ পেজের ৮ লাখেরও বেশি ফলোয়ারকে জিজ্ঞেস করা হয় তারা কিভাবে তাদের প্রিয়জনকে সারপ্রাইজ দিতে পারে। ১৩ হাজারেরও বেশি কমেন্টের মধ্য থেকে ফেসবুক ব্যবহারকারীদের ভোটে তিনজনকে বিজয়ী নির্বাচিত করা হয়।

বিজয়ীদের জন্য এলজি বাংলাদেশের পক্ষ থেকে পুরস্কার হিসেবে ছিল যথাক্রমে ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন, নিওশেফ গ্রিল মাইক্রো ওয়েভ ওভেন এবং নিওশেফ সোলো মাইক্রো ওয়েভ ওভেন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এলজি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মিস্টার ডি কে সন।