প্রযুক্তি খবর

ফেসবুক বানাচ্ছে নিজস্ব চিপ

By Baadshah

May 29, 2018

ভিডিও কনটেন্ট ফিলটার করার জন্য নিজেদের চিপ তৈরির প্রক্রিয়ার মধ্যে রয়েছে সোশ্যাল মিডিয়া ফেসবুক । ভেঞ্চারবিটের খবরে বলা হয়, ২৫ মে, শুক্রবার প্যারিসে ভিভা টেকনোলজি ইন্ডাস্ট্রি কনফারেন্সে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রধান বিজ্ঞানী ইয়ান লিকুন এই তথ্য প্রকাশ করেন।

ইয়ান লিকুন বলেন, ‘প্রচলিত পদ্ধতিগুলো এখন আর যথেষ্ট নয়, কারণ তাদের খুব বেশি শক্তির প্রয়োজন এবং বেশি গণনা ক্ষমতার প্রয়োজন পড়ে।’ বর্তমানে ফেসবুক তাদের অনেক কৃত্রিম বুদ্ধিমত্তা সেবার জন্য ইনটেলের সিপিইউ ব্যবহার করে।তবে নিজেদের চিপ আনলে তা দিয়ে প্রতিষ্ঠানটির ভিডিও কনটেন্ট আরও দ্রুত ফিল্টার করা সম্ভব হবে এবং প্রতিষ্ঠানের নিয়মনীতি ভঙ্গ করলে তা দ্রুত ধরতে পারবে।

উদাহরণ হিসেবে বলা যায়, কোনো ব্যক্তি যদি আত্মহত্যার পথ বেছে নেয় ও তা লাইভ স্ট্রিম করতে থাকে অথবা অন্য কোনো সহিংসতার লাইভ স্ট্রিম করে তাহলে ফেসবুক তা আরও দ্রুত ফিল্টার করতে পারবে। এর মধ্যে অ্যাপল, গুগল ও অ্যামাজন তাদের নিজেদের চিপ তৈরির পরিকল্পনার কথা জানিয়েছে।