প্রযুক্তি খবর

ফেসবুক ব্যবহারে প্রতিদিন ২০০ শিলিং গুনতে হবে উগান্ডায়

By Baadshah

June 04, 2018

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডা ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের রাজস্ব আয়ের উৎস হিসেবেই দেখছে। সম্প্রতি দেশটির পার্লামেন্টে একটি আইন পাস হয়েছে, যার আওতায় প্রত্যেক ব্যবহারকারীকে ফেসবুক ব্যবহারের জন্য প্রতিদিন ২০০ শিলিং করে কর পরিশোধ করতে হবে।

বুধবার উগান্ডার পার্লামেন্টে পাস হয়েছে নতুন আইনটি। আগামী জুলাই থেকে শুরু হবে এ করারোপ। এতে বলা হয়েছে, ফেসবুক, টুইটার ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে প্রত্যেক দিন ২০০ শিলিং (০.০৫৩১ মার্কিন ডলারের সমান) কর দিতে হবে যা বছরে প্রায় ১৯ মার্কিন ডলারের সমান। মোবাইল ফোন অপারেটরদের সিমের মাধ্যমে এই কর কেটে নেয়া হবে। ইন্টারনেট সংযোগযুক্ত সিম ব্যবহার করে যেকোনো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ করতে পারবেন ব্যবহারকারীরা।

দেশটির মাথাপিছু জিডিপির পরিমাণ মাত্র ৬১৫ ডলার। দেশটির মানবাধিকারকর্মীরা সরকারি এ সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন। তাদের দাবি নাগরিক জমায়েত ও সরকারবিরোধী স্বাধীন মতপ্রকাশ ঠেকানোর হাতিয়ার হিসেবে নতুন এই আইন করা হয়েছে।