টিপস ও টিউটোরিয়াল

ফেসবুক যে ধরনের পোস্ট করলেই আইডি বন্ধ করে দিচ্ছে

By Baadshah

July 03, 2020

উগ্র শ্বেতাঙ্গ জাতিয়তাবাদপন্থী যেসব অ্যাকাউন্ট থেকে বর্ণবাদ ও সাম্প্রদায়িক উসকানিমূলক কথাবার্তা ছড়াচ্ছে, সেগুলো বন্ধ করে দিচ্ছে ফেসবুক।

চলতি বছরের মে ও জুনে যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুতে আন্দোলন পরিণত হয় সহিংসতায়। সেই সময়ে অসংখ্য ফেসবুক অ্যাকাউন্ট থেকে বর্ণবাদ ও সাম্প্রদায়িকতা ছড়ানো হয়। ওই আইডিগুলোই মূলত বন্ধ করে দিচ্ছে ফেইসবুক।

ফেসবুক জানায়, একই সঙ্গে অস্ত্রসহ ছবি ও হুমকিমূলক পোস্ট যেসব আইডি থেকে করা হচ্ছে, সেগুলোও বাতিলের আওতায় পড়েছে। এছাড়া অ্যান্টি ফ্যাসিস্ট সংগঠনের সমর্থক সেজে ভুয়া পরিচয়ে প্রোফাইল খোলা আইডিগুলোও বন্ধ করা হচ্ছে।

শুধু ফেসবুকই নয়, অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজরদারি আরো বাড়ানো হয়েছে। এছাড়া আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচন। এ অবস্থায় ভেতরে ভেতরে অনেকেরই অনেক রকম পরিকল্পনা। তাই সব প্রতিষ্ঠানই সতর্ক অবস্থানে রয়েছে।