TechJano

ফোনের ব্যাটারি, সিম না থাকলেও গুগল আপনার লোকেশন জানছে কিভাবে?

আপনি যদি আপনার স্মার্টফোনটির ব্যাটারিটি খুলে ফেলেন আর ভাবেন কেউ আপনাকে ট্র্যাক করতে পারবে না , তাহলে এটা আপনি সম্পূর্ণ ভুল ভাবছেন। মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, আপনি ব্যাটারি ফোনটি থেকে সরিয়ে ফেলার পরেও গুগল আপনার অবস্থান ট্র্যাক করতে সক্ষম। স্মার্টফোনের মাদারবোর্ডের শীর্ষে একটি মিনি আইআরসি ব্যাটারি যুক্ত রয়েছে। এই ব্যাটারির সুইচ বন্ধ হয় না কখনো। এই ব্যাটারি আপনার অবস্থান ট্র্যাক করে রাখে। যখন আপনি আপনার ফোনটি ইন্টারনেটে পুনঃসংযোগ করবেন, তখন এই ব্যাটারিটি আপনার সমগ্র দিনের অবস্থান গুগলকে জানিয়ে দেবে।

কয়েক মাস আগে “Quartz” প্রকাশ করেছে যে গুগল লোকেশন ট্রেস তথ্য সংগ্রহ করা হয়েছে এমনকি অবস্থান পরিষেবা অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কোন সিম কার্ড না থাকলেও অথবা ফোন বন্ধ হবার পরে গুগল লোকেশন ট্রেস করছে।মোবাইলে ডেটা প্রাইভেসি এবং অ্যানক্রিপশন চালু থাকা সত্ত্বেও ,গুগল এর লোকেশন ট্রেসের এই খবর সকলের কাছে খুবই আশ্চর্যজনক। “Quartz” এর রিপোর্ট অনুযায়ী, অ্যান্ড্রয়েড সফটওয়্যারে চলমান ফোনের ডেটা সংগ্রহ করে ব্যবহারকারীর অবস্থান গুগলকে পাঠানো হয়েছে এমনকি ব্যবহারকারী যখন পরিষেবাটি বন্ধ করে দেয় এমনকি যখন সিম কার্ড ফোনটিতে থাকে না এই তথ্য সংগ্রহ করা হয়।

 

Exit mobile version