দেশ

ফোন সাভিসিংয়ে ৩০ শতাংশ ছাড়া দিচ্ছে হ‍্যালোআইএমইআই

By Editor

August 07, 2019

মোবাইল ফোন নষ্ট হলে নানা বিপাকে পড়তে হয়। আর এই ঈদের সময় ফোনে সমস‍্যা হলে তো আরো ঝামেলা। তাই গ্রাহকরা যেন সহজেই নষ্ট ফোন রিপেয়ার করতে পারে যে জন‍্য ৩০ শতাংশ ডিসকাউন্ট দিচ্ছে দেশের বিশ্বস্ত মোবাইল সার্ভিসিং প্রতিষ্ঠান হ‍্যালোআইএমইআই (www.helloimei.com)। এছাড়া প্রতিষ্ঠানটি থেকে কোন ফোন সাভির্স করালে মিলবে ৩ মাসের ওয়ারেন্টির সুবিধা।

হ‍্যালোআইএমইআইতে যে কোন ব্র‍্যান্ডের স্মার্টফোন রিপেয়ার করা হয়। রয়েছে কিস্তিতে মূল‍্য পরিশোধের সুবিধা। এছাড়া আছে হোম পিকআপ এবং ডেলিভারির সুবিধা। গ্রাহকরা চাইলে অনলাইনে রিপেয়ারে দেয়া ফোনের স্ট‍্যাটাস চেক করতে পারবেন। প্রতিষ্ঠানটির প্রধান নিবার্হী কর্মকতা মো: সামছুদ্দিন ফয়েজ বলেন, গ্রাহকরা যেন ফোন রিপেয়ার করে নিশ্চিতে ব‍্যবহার করতে পারে তাই ৩ মাসের ওয়ারেন্টি রয়েছে। আর ঈদ উপলক্ষ‍্যে চলছে সকল ফোন সাভিসিংয়ে ৩০ শতাংশ ছাড়।