ইভেন্ট

ফোর টিয়ার ডেটা সেন্টার চালু করেছে ডাচ-বাংলা ব্যাংক

By Baadshah

October 21, 2018

ফোর টিয়ার ডেটা সেন্টার চালু করেছে ডাচ-বাংলা ব্যাংক। প্রায় তিনশ’ কোটি টাকা ব্যয়ে এই সেন্টার তৈরি করেছে ব্যাংকটি।

শনিবার ঢাকার ডুমনিতে সেন্টারটির উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসএম মনিরুজ্জামান, ডাচ-বাংলা ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাহবুদ্দিন আহমেদ।মোস্তাফা জব্বার বলেন, ডিজিটালাইজেশনের ফলে বাংলাদেশ ক্যাশল্যাস সোসাইটির দিকে এগিয়ে যাচ্ছে।

২০০৯ সালের পর হতে আর্থিক প্রতিষ্ঠানসমূহে অভাবনীয় রূপান্তর হয়েছে। ডিজিটাল ব্যাংকিং দেশের সাধারণ মানুষের কাছে পরিচিত ও জনপ্রিয় হয়েছে।

মন্ত্রী বলেন, দেশে ডিজিটাল সেবা সম্প্রসারণের ফলে ডিজিটাল অপরাধও বাড়ছে। ব্যাংকিং খাতের নিরাপত্তার সাথে রাষ্ট্রীয় নিরাপত্তা জড়িত।‘বাইরের প্রযুক্তি বা সফটওয়্যার ব্যবহারের এক সময় প্রয়োজন ছিল কিন্তুু প্রযুক্তি ব্যবহারের জন্য নিজেদের মানুষকে গড়ে তুলছি কিনা সে জায়গায় এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।’

ব্যাংকটির কর্মকর্তারা বলেন, এই ডেটা সেন্টার গ্রাহক সেবায় নিরবিচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করবে।