ক্যারিয়ার

ফ্রিল্যান্সারদের উদ্যোক্তা হবার প্রশিক্ষণ দিবে বাক্কো

By Sajia Afrin

March 05, 2025

বিগত বছরগুলোর ন্যায় এ বছরেও দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেধাবী ফ্রিল্যান্সারদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তায় পরিণত করতে ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)’ এবং ‘বিজনেস প্রোমোশন কাউন্সিল (বিপিসি)’-এর যৌথ উদ্যোগে “Freelancer to Entrepreneur: Building a Sustainable Growth” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্পূর্ণ বিনামূল্যে ৩টি ব্যাচে মোট ৬০ জন ফ্রিল্যান্সার এই প্রশিক্ষণে অংশগ্রহণ করার সুযোগ পাবে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতা এবং সার্টিফিকেট প্রদান করা হবে।

উদ্যোক্তা হবার ৮টি গুরুত্বপূর্ণ বিষয়ে ১০ দিনব্যাপী অনুষ্ঠিত হবে কর্মশালাটি। এ প্রশিক্ষণ কর্মশালায় যে বিষয়গুলো সম্পর্কে ধারণা প্রদান করা হবে তা হলো Basic of Business Development Strategy, Basic of Project Management, Taking Sales to an Advanced Level, Digital Marketing for Branding & Promotion, Basic of Financial Analysis for Decision Making, Building and Leading Effective Teams, Emerging Technologies for BPO, Corporate Affairs & Legal ।

আবেদন করতে ইচ্ছুক প্রশিক্ষনার্থীদের অবশ্যই নূন্যতম এক বছর ফ্রিল্যান্সার হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে, ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ন্যূনতম ৩০০ ডলার আয় এর প্রমাণপত্র দাখিল করতে হবে, এছাড়া আবেদনকারীর অবশ্যই জাতীয় পরিচয় পত্র থাকতে হবে।

রেজিস্ট্রেশনের জন্য আগামী ৬ মার্চের মধ্যে (https://forms.gle/amrFK5SKnDPxtHUj9) এই অনলাইন লিংক এর মাধ্যমে আবেদন করতে হবে।