ফ্রিল্যান্সিং দুনিয়ার অ-আ-ক-খ শিখতে চান? কিছু পড়াশোনা কিছু অভিজ্ঞতা তো লাগবেই। ফ্রিল্যান্সারদের উপযোগী বই এমনিতেই খুব কম। তবে দরকারি একটি বই আছে রকমারির বেস্ট সেলার লেখক আমিনুর রহমানের একটা বই। ওই বইটির নাম ফ্রিল্যান্স আউটসোর্সিং শুরু করেছি যেভাবে। কী নেই বইয়ে? আপওয়ার্ক ?আছে।ফাইভার ?আছে।ফ্রিল্যান্সার.কম ?আছে।পিপল পার আওয়ার ?আছে।কোথায় থেকে কাজ শিখবো ?আছে।কীভাবে কাজ শিখবো ?আছে।কোথায় কাজ করবো?আছে।বিড করবো কীভাবে আছে।কভার লেটার লিখবো কীভাবে ?আছে।টাকা তুলবো কীভাবে ?আছে।সফল হবো কীভাবে ?আছে।সমস্যায় পড়লে কী করবো?আছে?সফল ফ্রিল্যান্সারদের পরামর্শ ?তাও আছে। বইয়ের ফ্ল্যাপে যেসব কথা লেখা আছে ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে আমি প্রায় ২৫ লক্ষ টাকা ঋণগ্রস্থ হয়ে পড়ি। ধার করে, জমি বিক্রি করে চাকরির জন্য ঘুষ দিয়েছিলাম ১২ লক্ষ টাকা। চাকরিও হয়নি, টাকাও ফেরত পাইনি। আবার আমার বেতনের চেক দিয়েও ধার নিয়েছিলাম দুই লক্ষ টাকা। বেতন পেতাম মাসে ১২ হাজার। এর মধ্যে সুদই দিয়ে গেছি মাসে ১০ হাজার করে। ছয় বছর পর্যন্ত শুধু সুদই দিয়ে গেছি। পাওনাদাররা আমার বিরুদ্ধে মামলা করে। আমার পারিবারিক এবং শিক্ষকতা জীবনকে দূর্বিসহ করে তুলে। অনলাইনে অনেক ফাপড়বাজ মানুষের সাথেও পরিচয় হয় যারা ভাব নেয় অনেক কিছু পারে। কিন্তু কাজের কাজ কিছুই পারে না তবে ডিমোটিভেট করার জন্য প্রস্তুত। এসব মানুষ আরো বেশি হতাশ করে দিত। তখন থেকেই বেছে বেছে ডিমোটিভেট মানুষদের কাছ থেকে দুরে সরতে থাকি। এটাও বলতে গেলে কাজেটাও বলতে গেলে কাজেরই একটা অংশ। এমনই এক অনুপ্রেরণার কথার পাশাপাশি মার্কেটপ্লেসের সব সমস্যার সমাধান। যাঁরা ফ্রিল্যান্সিংয়ে আসবেন তাঁরা বইটির একটি কপি অন্তত সংগ্রহ করে রাখবেন। অথবা সময় পেলে দুএক ছত্র পড়ে দেখবেন। শুধু যদি কীভাবে কাজ শিখবেন অংশ টুকুই পড়েন তবেই দেখবেন কত কিছু সহজ হয়ে গেছে। বইটি রকমারিতে পাওয়া যাচ্ছে। হোম ডেলিভারির জন্য রকমারির ফোন নম্বর হলো- 16297 এবং 015 1952 1971 অনলাইনে- https://www.rokomari.com/book/158721/