ক্যারিয়ার

ফ্রিল্যান্সাররা যেভাবে হাইটেক পার্কে জায়গা পেতে পারেন

By Baadshah

March 02, 2018

আপনি কি ফ্রিল্যান্সার? আপনার জন্য সরকাররে তরফ থেকে সুখবর আসতে পারে। সারা দেশে ২৮টি হাইটেক পার্ক নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসব পার্কে চাইলে আপনি বিনা পয়সায় বা একেবারে কম খরচে অফিস নিতে পারবেন। তবে এ জন্য কিছু শর্ত আছে। আপনাকে উদ্যোক্তা হতে হবে। মিনিমাম ট্রেড লাইসেন্স করতে হবে। প্রতিটি হাইটেক পার্কের একটি ফ্লোর ফ্রিল্যান্সারদের জন্য বরাদ্দ দেওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে একটি সূত্র জানিয়েছে। এ ছাড়াও ফ্রিল্যান্সারদের জন্য নানা সুবিধা দেওয়ার পরিকল্পনা করছে সরকার। বিশেষ করে ফ্রিল্যান্সারদের দলগতভাবে কাজ ও উদ্যোক্তা হিসেবে উঠে আসাকে গুরুত্ব দিচ্ছে বেসিস। বেসিসের সভাপতি আলমাস কবীর বলেছেন, ফ্রিল্যান্সাররা ১০০ টাকার রপ্তানিতে সরকারের কাছ থেকে ১০ টাকা পাবেন। অর্থাৎ, ১১০ টাকা আয় হবে তার। কিন্তু এ সুবিধা ব্যক্তগিতভাবে কোনো ফ্রিল্যান্সারের জন্য নয়। ফ্রিল্যান্সারদের কয়েকজন মিলে কোম্পানি করতে হবে। ট্রেড লাইসেন্স করতে হবে। ট্রেড লাইসেন্স করে বেসিসের মেম্বার হতে হবে। তথ্যপ্রযুক্তি রপ্তানিতে ১০ শতাংশ নগদ সহায়তা বা ভর্তুকি দেয়ার সিদ্ধান্ত কার্যকর করতে ৮ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক যে সার্কুলার দিয়েছে। এখন ফ্রিল্যান্সারা উদ্যোক্তা হিসেবে ট্রেড লাইসেন্স করে কয়েকজন মিলে কোম্পানি তৈরি করে রপ্তানি দেখাতে পারলেই সরকারি সুবিধা পাবেন। বেসিসের মেম্বার হওয়া সহজ হবে। সরকারি নানা সুবিধা পাবেন। এ সুযোগ কি হাতছাড়া করবেন?