ইভেন্ট

ফ্রিল্যান্সিং নিয়ে সুলতানার পথ চলার গাইডলাইন

By Baadshah

March 11, 2018

১৬ থেকে ১৭ মার্চ ওয়েস টু বি আ ফ্রিল্যান্সার শীর্ষক সেমিনার হবে। হাবঢাকায় তিনটা থকেে ছয়টা পর্যন্ত অনুষ্ঠেয় ওই সেমিনার নিয়ে বেসিস ফ্রিল্যান্সার পুরস্কার জয়ী সুলতানা পারভীন ফেসবুকে লিখেছেন-কয়েকদিন আগে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের নিয়ে একটা খবরে সবাই বেশ সক্রিয় ছিল। রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশে ৬ লাখ ফ্রিল্যান্সার রয়েছে। রিপোর্টটা যদি এমনভাবে বলা হতো যে ৬ লাখ নাম পাওয়া গেছে বিভিন্ন মার্কেট প্লেস থেকে তাহলে হয়ত কেউ তেমন মাথা ঘামাতো না। আজ যারা বাংলাদেশে ফ্রিল্যান্সার হিসাবে কাজ করে আয় করছেন তারা প্রত্যেকে জানে ব্যাপারটা আসলে কি? বিষয়টা মোটেও এমন সহজ নয়। আবার যারা ধৈর্য্য ও সহনশীলতার সাথে মেধা খাটিয়ে কাজ করছেন, তাদের জন্য খুব কঠিনও নয়। এই বিষয়ে আমরা অনেকেই সম্যক জ্ঞান না নিয়েই মাঠে নেমে পড়ি আর ফলস্বরূপ- ব্যর্থতা আর হতাশা নিয়ে ফিরে আসি। কারো কাছে শুনলাম যে ওমুক নামের একটা ওয়েব সাইট আছে, অনেক কাজ আছে, চাইলেই অনেক ডলার কামানো যায়। ব্যস অমনি ভালো মত না জেনেই একাউন্ট তৈরি করে ফেলি। আবার অনেকে বিভিন্ন ট্রেনিং সেন্টারে গিয়ে নিজেকে যাচাই না করেই ভর্তি হয়ে যান। কোর্সটা কতটুকু নিতে পারবেন তা চিন্তা না করেই ভর্তি হন ফলে অনেকে সফল হয় আবার অনেকে মাঝ পথেই ঝরে পড়ে। কিন্তু শেষত দোষটা ট্রেনিং সেন্টারের ঘাড়ে এসে পড়ে। ফ্রিল্যান্সিং ফিল্ডটা অনেক বিশাল। এখানে আছে হাজারো রকমের কাজ। আমাদের মধ্যে অনেক যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আছেন যারা এখানে কাজ করতে চায়, শুধু জানার অভাবেই আসতে পারছেন না। আমি ব্যক্তিগতভাবে চাই এই সেক্টরে আরো অনেকে এগিয়ে আসুক, ঘরে বসে কাজ করুক, অলস সময় পার না করে কিছু গঠনমূলক কাজে সময় লাগুক। প্রথম দিকে আয় বেশী না করতে পারলেও, দক্ষতা অর্জনের সাথে সাথে অবশ্যই আয় এবং চাহিদা বাড়তে থাকবে। তবে আপনাকে বুঝতে হবে কোন কাজটা আপনি করতে পারবেন আর ঠিক সে কাজেই আপনার skill develop করতে হবে, বা সেদিকেই আপনার প্রশিক্ষন গ্রহণ করতে হবে। যাই হোক এইজন্য আপনার কোন Skill কাজে লাগাবেন, এবং কিভাবে কাজে লাগিয়ে আপনি এই পথে আসবেন সেটাই আমার লক্ষ্য। আমার কাছে অনেকে ফোন করে , ম্যাসেজ পাঠিয়ে জানতে চান কিভাবে তারা ফ্রিল্যান্সিং করে আয় করবেন একটু বলার জন্য। তাদেরকে বুঝাতে ব্যর্থ হই যে এটা আমি ফোনে ১ ঘন্টা বললেও বুঝিয়ে শেষ করা যাবে না। ব্যাপারটা বিশাল একটা ব্যাপার। অনেকেই আমার কাছে অনুরোধ করেছিল আমার এই সেমিনারটা আবার হলে যেন তাদেরকে জানাই, অনেকের ফোন নম্বর হারিয়ে ফেলেছি তাই শেয়ার করলাম যাতে আপনারা দেখতে পারেন। বি: দ্র: যারা একেবারেই নতুন, ফ্রিল্যান্সিং নিয়ে কোন ধারণা নেই কিন্তু এই পথে আসতে চান শুধু মাত্র তাদের জন্য আমার এই সেমিনার।