অনলাইন কোর্স

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি, সরকারি ট্রেনিং সাথে টাকা

By Sajia Afrin

December 09, 2024

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গণমাধ্যমে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ‘শিক্ষিত কর্মপ্রত্যাশি যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি (১ম সংশোধিত)’ প্রকল্প এর আওতায় দেশের ৮টি বিভাগের ১৬টি জেলায় (ঢাকা, গোপালগঞ্জ, গাজীপুর, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, কুমিল্লা, লক্ষীপুর, চাঁদপুর, রাজশাহী, নড়াইল, ঠাকুরগাঁও, ভোলা, শেরপুর, সিলেট ও সুনামগঞ্জ) ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ চলমান রয়েছে।

আগামী ১ জনয়ারি ২০২৫ হতে ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত ৩ মাস মেয়াদী (৬০০ ঘণ্টা) প্রশিক্ষণে ভর্তির জন্য ১৬টি জেলায় ১৮ হতে ৩৫ বছর বয়সী এইচ এস সি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষিত কর্মপ্রত্যাশি যুবদের নিকট থেকে অনলাইনে নিম্নবর্ণিত লিংকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

অনলাইনে দরখাস্ত আগামী ২২-১২-২০২৪খ্রি. তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে। প্রশিক্ষণার্থীগণ দৈনিক ২০০/- টাকা হারে ভাতা প্রাপ্য হবেন। প্রশিক্ষণের জন্য কোন প্রকার ভর্তি ফি’র প্রয়োজন হবে না।

বৈধ আবেদনকারীদের লিখিত পরীক্ষা আগামী ২৬-১২-২০২৪খ্রি. তারিখে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২৯-১২-২০২৪খ্রি. তারিখে অনুষ্ঠিত হবে। চুড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামী ৩০-১২-২০২৪খ্রি. তারিখে প্রকাশ করা হবে।

অনলাইনে আবেদনের লিংক: www.e-laeltd.com/student-reg-jubo। কর্তৃপক্ষ যে কোন বিষয়ে পরিবর্তন বা পরিবর্ধন যা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন।