প্রযুক্তি খবর

ফ্রি পণ্য সারাবে অ্যাপল!

By Baadshah

July 31, 2018

জাপানে বন্যাদুর্গত গ্রাহকদের পণ্য বিনামূল্যে সারানোর ঘোষণা দিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। এই মাসের শুরুতে জাপানের পশ্চিমভাগে এই বন্যা হয়েছিল। জাপানে এই বন্যায় ক্ষতিগ্রস্ত সব আইফোন, আইপ্যাড, আইপড, ম্যাক কমপিউটার, অ্যাপল ওয়াচ আর অ্যাপল ডিসপ্লে বিনামূল্যে সারিয়ে দেবে অ্যাপল। বলা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।

আইফোন, আইপ্যাড, আইপড, ম্যাক কম্পিউটার, অ্যাপল ওয়াচ এবং অ্যাপল ডিসপ্লে’র জন্য এই সেবা দেবে অ্যাপল। সোমবার জাপান টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, সরাসরি বৃষ্টি দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্থ হয়েছে এ ধরনের যে ডিভাইসগুলো সারানো সম্ভব সেগুলোর জন্য আবেদন করতে পারবেন গ্রাহক।

সেপ্টেম্বর মাস পর্যন্ত গ্রাহকদের কাছ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ফোনের বিনামূল্যে ঠিক করে দেওয়ার আবেদন গ্রহন করবে অ্যাপল। তবে শুধুমাত্র ব্যক্তিগত কাজে ব্যবহৃত প্রোডাক্ট বিনামূল্যে সারানো হবে। কোন সংস্থার প্রোডাক্ট বিনামূল্যে সারিয়ে দেবে না ক্যালিফোর্ণিয়ার টেক জায়েন্ট কোম্পানিটি।

জাপানের পশ্চিমাঞ্চলে ভারী বর্ষনের কারণে বন্যা এবং ভূমিধসে এ পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ২২৪ জন। আগের সপ্তাহ পর্যন্ত এই অঞ্চলের হাজারো বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এই বন্যার ফলে এখনো কয়েক হাজার জাপানবাসী গৃহহীন রয়েছেন।