ছবি বা ভিডিও রাখার জন্য ইয়াহুর সেবা ফ্লিকারকে ভুলে যাননি নিশ্চয়ই। যদিও ফেসবুক ইউটিউবের জামানায় কয়জনই বা ফ্লিকার ব্যবহার করেন! তবে যাই হোক এক সময়কার জনপ্রিয় ফ্লিকার নতুন করে আসছে। ফ্লিকারকে কিনে নিচ্ছে স্ম্যাগম্যাগ এতে শক্তিশালী হবে ফটোগ্রাফি।
স্ম্যাগমাগ বলছে, ফ্লিকারকে কেনা হলেও তার ব্র্যান্ডিং বদলানো হবে না। অর্থাৎ, ফ্লিকার নামেই চলবে এটি।