TechJano

বঙ্গবন্ধুর স্মারক ডাক অ্যালবাম উপহার প্রধানমন্ত্রীকে

বঙ্গবন্ধুর ছবিযুক্ত ১০০টি ডাকটিকেট প্রকাশ করেছে ডাক বিভাগ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে প্রকাশিত শতডাকটিকেট সম্বলিত বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঐতিহাসিক ২৫ মার্চ, ২৬ মার্চ, ৮ আগস্ট, ১৪ আগস্ট ও ১৫ আগস্ট এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যবদ্য ভূমিকা নিয়ে এই ডাকটিকেট অবমুক্ত করা হয়। মুজিব শতবর্ষে গ্রন্থিত করা হয় শত ডাক টিকেটের স্মারক ডাক টিকেটের অ্যালবাম সম্পাদন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

শুক্রবার (১৪ আগস্ট) গণভবনে মোড়ক উন্মোচনের পর এই ডাকটিকেট সম্বলিত বইটির একটি কপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।

একসময়ের সহপাঠী বর্তমান ডাক ও টিলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার সম্পাদিত স্মারক ডাক টিকেটের অ্যালবাম দেখে মুগ্ধ ও স্মৃতিকাতর হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় ডাক টিকেট গুলোতে স্মারক সাক্ষর করেন। এরপর এগুলোকে জন্মশতবার্ষিকীর সিল মারা হয়।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব নূর-উর রহমান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র এসময় উপস্থিত ছিলেন।

Exit mobile version