ইভেন্ট

“বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট ২০২০” এর ঢাকা বিভাগের বৃহৎ ক্যাম্পেইন আয়োজন সম্পন্ন

By Baadshah

December 16, 2020

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের iDEA প্রকল্পের উদ্যোগে আয়োজিত “বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট ২০২০ (বিগ)” এর ঢাকা বিভাগের বৃহৎ ক্যাম্পেইন গত ১৪ ডিসেম্বর ২০২০, সোমবার অনলাইনে অনুষ্ঠিত হয়। করোনা পরিস্থিতিতে প্রচারণার অংশ হিসেবে ঢাকা বিভাগের আগ্রহীদের নিয়ে ক্যাম্পেইনটি ভার্চুয়াল পদ্ধতিতে আয়োজন করা হয়। দেশের বিভিন্ন ট্রেড অ্যাসোসিয়েশন, বিজনেস ও উদ্যোক্তাদের নিয়ে গঠিত বিভিন্ন কমিউনিটি এবং ইয়ুথ গ্রুপের প্রায় ৩৫০ জন আগ্রহী এই আয়োজনে অংশ নেন। অনলাইনে অনুষ্ঠিত এই ক্যাম্পেইনটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সম্মানিত সদস্য প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন। তিনি বলেন, “আমরা অত্যন্ত সৌভাগ্যবান জাতি যে, একাত্তরে আমরা বঙ্গবন্ধুর নেতৃত্ব পেয়েছিলাম যা পৃথিবীতে বিরল একটি নেতৃত্ব। এরকম নেতৃত্ব আমাদের জন্য সৌভাগ্যের পরিচয়। এটা আমাদের ধারণ করতে হবে। এটাই প্রেরণার উৎস। বঙ্গবন্ধুর জীবনদর্শন এবং সবকিছু যদি গভীরভাবে আমরা চিন্তা করি তবে বাঙ্গালী জাতির সম্পূর্ণ উদ্ভাবন বঙ্গবন্ধুর মাঝেই খুজেঁ পাওয়া সম্ভব।” তিনি আরো বলেন যে তরুণদের “বিগ” এর এই আয়োজন অনুপ্রাণিত করবে এবং বিশ্ব মঞ্চে একটি অনন্য মাত্রায় পৌঁছে দিবে। সবশেষে, তিনি উদ্ভাবক এবং স্টার্টআপদের এই ইভেন্টে অংশ গ্রহণের জন্য উৎসাহিত করেন। ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন iDEA প্রকল্পের পরিচালক ও অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হক। তিনি বলেন, আইসিটি বিভাগ থেকে মুজিববর্ষ উপলক্ষে ১০০ প্লাস ইনিসিয়েটিভ বা স্ট্র্যাটেজি গ্রহণ করা হয়েছে। এরই অন্যতম একটি উদ্যোগ হল ১০০ স্টার্টআপ ফান্ডিং করা। এরই আলোকে আমরা “বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট ২০২০” আয়োজন করছি এবং স্টার্টআপদের ফান্ডিং এর জন্য ও একটি স্টার্টআপ ইকোসিস্টেম গঠনে নানা উদ্যোগও গ্রহণ করছি। আশা করি iDEA প্রকল্পের উদ্যোগে আয়োজিত “বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট ২০২০ (বিগ)”-এ দেশি ও বিদেশি স্টার্টআপগণ তাদের সম্ভাবনাময় আইডিয়াগুলো নিয়ে অংশগ্রহণ করবে। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন iDEA প্রকল্পের কমিউনিকেশনস্ বিষয়ক পরামর্শক জনাব সোহাগ চন্দ্র দাস। “বিগ ২০২০” বিষয়ে একটি অডিও ভিজ্যুয়াল প্রদর্শন করা হয় উক্ত অনলাইন ক্যাম্পেইনে। অনুষ্ঠানের শুরুতে “বিগ” সম্পর্কিত প্রেজেন্টেশন দেন প্রকল্পের সিনিয়র কনসালটেন্ট সিদ্ধার্থ গোস্বামী। পরে অনুষ্ঠানে অংশগ্রহণকারীগণ “বিগ ২০২০” সম্পর্কিত প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। প্রাথমিকভাবে “বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট ২০২০” এ তথ্য-প্রযুক্তিভিত্তিক আগ্রহী স্টার্টআপগণ www.big.gov.bd এই ওয়েবসাইটে নিবন্ধণ করতে পারবেন। জাতীয় পর্যায়ে আগামী ২৫ ডিসেম্বর ২০২০ এবং আন্তর্জাতিক পর্যায়ে ২৫ জানুয়ারি ২০২১ তারিখের মধ্যে যে কোন তথ্য প্রযুক্তি ভিত্তিক উদ্যোক্তা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।