বিশ্বজুড়ে এখন আলোচিত বঙ্গবন্ধু স্যাটেলাইট। দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট গত শুক্রবার দিবাগত রাতে মহাকাশে উৎক্ষেপণ করা হয়। এ স্যাটেলাইটের সবকিছু যারা এক সঙ্গে জানতে চান তারা অ্যাপ থেকেই জানতে পারবেন। স্যাটেলাইটের আদ্যোপান্ত জানতে অ্যাপ আনছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। ‘বেসিস বিবি-স্যাট-১’ নামের অ্যাপটি সোমবার উদ্বোধন করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।
অ্যাপটির সাহায্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর আদ্যোপান্ত, এর অবস্থান, কর্মক্ষমতা, উপকারিতাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানা যাবে।সোমবার বিকেল পাঁচটায় আগারগাঁয়ের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) সভাকক্ষে অ্যাপটি উন্মোচন করা হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বেসিস। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর। ইতোমধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট কক্ষপথে গিয়ে সিগনালও পাঠিয়েছে।