TechJano

বনানী ক্লাবের সভাপতি পদে পুনরায় নির্বাচিত হলেন রুবেল আজিজ

পুনরায় বনানী ক্লাব লিমিটেডের সভাপতি নির্বাচিত হয়েছেন রুবেল আজিজ। তিনি আগামী এক বছর এ দায়িত্ব পালন করবেন।

রুবেল আজিজ পারেটেক্স বেভারেজ লিমিটেড, পারটেক্স প্লাস্টিকস লিমিটেড, পারটেক্স জুট মিলস লিমিটেড, পারটেক্স এভিয়েশন লিমিটেড ও পারটেক্স প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি দ্য সিটি ব্যাংকের অন্যতম পরিচালক।

গত শনিবার (২৮ ডিসেম্বর, ২০২৪) সভাপতি ও কার্যনির্বাহী কমিটির সদস্য বাছাইয়ের জন্য বনানী ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ক্লাবের মোট ৪৭৮ জন সদস্য এই নির্বাচনে ভোট প্রদান করেন।

কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত সিফাত আহমেদ চৌধুরী সর্বোচ্চ ৪০১ ভোট পেয়েছেন। দশ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন – সৈয়দ আহসানুল আপন, অনিক ঘোষ, এস. এম. শামসুদ্দিন বাহার, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফরহাদ, মো. শরীফ উল্লাহ (নাদিম), মো. মনিরুল ইসলাম চৌধুরী, সাদিয়া আজম, সালমা হোসেন এ্যাশ, ফারুক আমজাদ খান।

বনানী ক্লাব ইলেকশন বোর্ডের চেয়ারম্যান আহমেদ কবির এই ফল ঘোষণা করেন। এ সময় ক্লাবের বোর্ড সদস্যরা উপস্থিত ছিলেন। তারা বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা জানান।

 

 

Exit mobile version