ইভেন্ট

বন্যাকবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলালিংক

By Baadshah

July 05, 2022

দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক সিলেট বিভাগ ও অন্যান্য বন্যাকবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। বাংলালিংক-কে এই ত্রাণ বিতরণে সহযোগিতা করছে সেনা কল্যাণ সংস্থা এবং বিদ্যানন্দ ফাউন্ডেশন।

সিলেট, সুনামগঞ্জ, ও কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তে ৫,০০০ পরিবারকে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

বাংলালিংক-এর চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, “একটি সামাজিক দায়বদ্ধ কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে আমাদের এই পরিস্থিতিতে বন্যা আক্রান্ত পরিবারগুলোর পাশে থাকতে হবে। এই উদ্যোগকে সামনে এগিয়ে নিতে বাংলালিংক-কে সহযোগিতা করার জন্য আমি সেনা কল্যাণ সংস্থা ও বিদ্যানন্দ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। সিলেটের বর্তমান পরিস্থিতিতে আমাদের সকলের সম্মিলিত উদ্যোগ জরুরি। এই ধরনের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা ক্ষতিগ্রস্তদের সমস্যা লাঘব করতে পারি।”

বাংলালিংক বন্যাকবলিত এলাকায় গ্রাহক প্রতি ১০ মিনিট টক-টাইম ও ১০০ মেগাবাইট ডেটা বিনামূল্যে প্রদান করেছে।