ফিচার

বসুন্ধরা সিটিতে অনারের এক্সক্লুসিভ সার্ভিস সেন্টার চালু ক্রেতাদের অভিজ্ঞতা সমৃদ্ধ করার প্রতিশ্রুতি

By Sajia Afrin

March 03, 2025

অনার বাংলাদেশ আজ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে একটি এক্সক্লুসিভ সার্ভিস সেন্টার চালু করেছে, যা ব্যবহারকারীদের জন্য প্রিমিয়াম সার্ভিস অভিজ্ঞতা নিশ্চিত করবে। নতুন এ সার্ভিস সেন্টারটি অনার ব্যবহারকারীদের জন্য ওয়ান-স্টপ সলিউশন হবে, যেখানে বিক্রয়-পরবর্তী সেবা, অফিসিয়াল অ্যাকসেসরিজ ও এআইওটি ডিভাইস পাওয়া যাবে।

এ উপলক্ষে আজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনারের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও ও চীনের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। এছাড়া, আয়োজনে আরও উপস্থিত ছিলেন ডেপুটি কান্ট্রি ম্যানেজার মো. মুজাহিদুল ইসলাম ও হেড অব বিজনেস মো. আব্দুল্লাহ আল মামুন।

এ বিষয়ে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও বলেন, “বাংলাদেশে এক্সক্লুসিভ সার্ভিস সেন্টার চালু করতে পেরে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। এর মাধ্যমে আমরা আমাদের সম্মানিত ক্রেতাদের জন্য আরও উন্নত ও প্রিমিয়াম অভিজ্ঞতা নিশ্চিত করতে চাই; স্মার্টফোন ও বিক্রয়-পরবর্তী সেবার ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে চাই।”

সার্ভিস সেন্টার উদ্বোধন উপলক্ষে অনার অতিথিদের জন্য একটি বিশেষ র‍্যাফেল ড্রয়ের আয়োজন করে, যেখানে বিজয়ীদের জন্য বিনামূল্যে স্মার্টফোন ও এআইওটি ডিভাইস জিতে নেয়ার সুযোগ ছিলো।

নতুন এই উদ্যোগটি অনারের ক্রেতাদের জন্য উন্নত সেবা ও উদ্ভাবনী প্রযুক্তি নিশ্চিত করা এবং একইসাথে, বাংলাদেশে নিজের অবস্থান আরও সংহত করার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির প্রতিশ্রুতির প্রতিফলন।

বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল-৩ এ ১৯-২২ নম্বর দোকানে নতুন এই সার্ভিস সেন্টারটি অবস্থিত। এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন- https://smart-honor.com/service-locator