করপোরেট

বসুন্ধরা সিটিতে স্যামসাং এর নতুন আউটলেট

By Baadshah

April 06, 2018

স্যামসাং মোবাইল বাংলাদেশ গত ২ এপ্রিল, ২০১৮ বসুন্ধরা সিটি শপিং মলে একটি নতুন প্রিমিয়াম আউটলেট উদ্বোধন করেছে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের জেনারেল ম্যানেজার মি. ইয়ং উ লি এবং স্যামসাং মোবাইল বাংলাদেশের হেড অফ মোবাইল মো. মুয়ীদুর রহমান। নতুন এ আউটলেটে স্যামসাংয়ের লেটেস্টে সব মোবাইল পাওয়া যাবে। এখানে গ্যালাক্সি সিরিজের লেটেস্টে ফোনসহ স্যামসাং পণ্য বিক্রি হচ্ছে।