দেশ

বাংলাদেশের আইটিখাতে জাপান বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে

By Baadshah

August 16, 2018

জাপান বাংলাদেশের তথ্য প্রযুক্তিখাতে ব্যাপকভাবে বিনিয়োগ এবং বাংলাদেশের কম্পিউটার প্রকৌশলীদের জাপানে কর্মসংস্থানের আগ্রহ প্রকাশ করেছে। Japan External Trade Organization (JETRO) এর Country Representative D. Arai এর নেতৃত্বে জাপানের ১০টি খ্যাতনামা প্রতিষ্ঠানের ১৫ সদস্য বিশিষ্ট এক ব্যবসায়ী প্রতিনিধি দল আজ ডাক, টেলিয়োগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারের সাথে সাক্ষাতকালে এই আগ্রহের কথা ব্যক্ত করেন। উল্লেখ্য, JETRO জাপানের ট্রেড এন্ড ইন্ডাস্ট্রি মিনিস্ট্রির অধীন একটি প্রতিষ্ঠান। প্রতিনিধি দল মন্ত্রীকে জানান, জাপানে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে প্রচুর আইটি ইঞ্জিনিয়ারের চাহিদা রয়েছে। তারা বাংলাদেশি কম্পিউটার প্রকৌশলীদের ভূয়শী প্রসংশা করে বলেন, এদেশের আইটি ইঞ্জিনিয়াররা অত্যন্ত দক্ষ ও পরিশ্রমী। তাই তাদের বিভিন্ন আইটি প্রতিষ্ঠানের জন্য বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে তারা চারশ আইটি ইঞ্জিনিয়ার নিয়োগ করতে চায়। প্রতিনিধি দল গমনইচ্ছুক প্রকৌশলীদের জাপানী ভাষা শিক্ষার উপর গুরুত্বারোপ করেন। উল্লেখ্য, গত কয়েক মাসে জাপানে বাংলাদেশের প্রায় তিনশতাধীক আইটি ইঞ্জিনিয়ারারের কর্মসংস্থান হয়েছে। উল্লেখ্য, গত মে মাসে তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার ‘Japan IT Wee’ এ অংশগ্রহণ করেন। এসময় তিনি JICA, RECRUIT সহ নয়টি খ্যাতনামা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সাথে বাংলাদেশরে আইটি খাতের উজ্জ্বল সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেছেন। উক্ত মতবিনিময়ের ফলোআপ হিসিবে নিমোক্ত কোম্পানির প্রতিনিধি দলের সদস্যগণ বাংলাদেশে সফর করছেন। তিনি জাপানে কর্মরত বাংলাদেশি কম্পিউটার প্রকৌশলীদের সাথেও মতবিনিময় করেছেন। তথ্যপ্রযুক্তি মন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের দীর্ঘ প্রতিক্ষীত বন্ধু ও উন্নয়ন সহযোগী। জাপান বাংলাদেশের ভালো ব্যবসা ক্ষেত্র। অনুরূপভাবে বাংলাদেশও জাপানের উত্তম ব্যবসা স্থান। তিনি প্রতিনিধি দলকে জানান, বাংলাদেশে আইসিটি বিভাগের অধীনে বিভিন্ন ভাষা শেখানোর জন্য “সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন” প্রকল্প চালু রয়েছে। উক্ত প্রকল্পের অধীনে 65টি ল্যাবে জাপানী ভাষাসহ বিভিন্ন ভাষা শেখানো হচ্ছে। তিনি আরো বলেন, বাংলাদেশে বিদেশী বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত চমৎকার পরিবেশ বিরাজ করছে। বর্তমান সরকার দেশে উচ্চ প্রযুক্তি নির্ভর শিল্প গড়ে তুলতে বিভিন্ন স্থানে হাই-টেক পার্ক গড়ে তুলছে। আইটি খাতে বিনিয়োগের জন্য সরকার হাট-টেক পার্কে জমি বরাদ্দ প্রদান, শতকরা ১০% ক্যাশ ইনসেন্টিভ, ১০ বছর ধরে ট্যাক্স হলিডে প্রদান, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, যোগাযোগসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করছে। ইতোমধ্যে এসব পার্কে আগ্রহী হয়ে উঠেছে বিদেশি বিনিয়োগকারীরা। SAMSUNG ও HUAWEI সহ বিভিন্ন কোম্পানি মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ ও এসব এর যন্ত্রাংশ উৎপাদন শুরু করেছে। কালিয়াকৈর হাই-টেক পার্কে শ্রীলঙ্কা, কোরিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন এবং সৌদি আরবের কয়েকটি প্রতিষ্ঠান শিল্প কারখানা স্থাপন করার জন্য কার্যক্রম শুরু করেছে। তিনি জাপানী বিনিয়োগকারীদের বাংলাদেশে আইটি খাতসহ বিভিন্ন খাতে বিনিয়োগের মাধ্যমে সরকার প্রদত্ত সুযোগ-সুবিধা গ্রহণের আহ্বান জানান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন Ultra-X AsiaPasific International Corporation(Inc.) এর প্রধান নির্বাহী কর্মকর্তা Tatsuya hattori; ভাইস প্রেসিডেন্ট Chiharu Nakabayashi ও পরিচালক Masami Ishibashi; Dream Online, Inc. এর প্রধান নির্বাহী কর্মকর্তা Hiroshi Hori; Passtem Saison Inc. এর প্রধান নির্বাহী কর্মকর্তা Takahiro Murakami; Passtem Saison Inc. এর ব্যবস্থাপনা পরিচালক Yasunori Yamazaki; Information strategy and technology Co. Ltd এর প্রধান নির্বাহী কর্মকর্তা Jun Takai; Ricotta Inc এর প্রধান নির্বাহী কর্মকর্তা Rika Ohashi; COLOWIDE CO. LTD. এর Associate member, Yuma Oyamada, Bitstra Inc এর প্রধান নির্বাহী কর্মকর্তা Aihiro Maeda; Univeral System Inc. এর প্রধান নির্বাহী কর্মকর্তা Keitaro Fujii; BJIT INC. এর চেয়ারম্যান JM Akbar ও প্রধান নির্বাহী কর্মকর্তা Yasuhiro Akashi; BJIT INC. এর ব্যবস্থাপক Manami Sasamoto এবং BJIT Limited এর COO, Mehedi Masud।