তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন এর মহাসচিব মি: হুলিন ঝোও (Houlin Zhao) এর মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
আই টি ইউ এর সদর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে শিক্ষা ,স্বাস্থ্য খাত ও কর্মসংস্থান সৃষ্টিতে তথ্যপ্রযুক্তির ব্যবহার তথা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্য অর্জনে আই টি ইউ কিভাবে সহযোগিতা করতে পারে এসব বিষয় নিয়ে উভয়ের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয় ।
জনাব পলক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তৃণমূল পর্যায় পর্যন্ত ইন্টার্নেট সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে ইনফো সরকার প্রকল্প -৩ ,কানেক্টেড বাংলাদেশ প্রকল্প, শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রকল্পসহ সরকার গৃহীত বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা মহাসচিব এর কাছে তুলে ধরেন। এ সময় মহাসচিব বলেন বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে আইটিইউ সহযোগিতা করবে।
জনাব জুনাইদ আহমেদ পলক জাতিসংঘের তথ্য সমাজ শীর্ষ সম্মেলন (ডব্লিউএসআইএস- ওয়ার্ল্ড সামিট অন দি ইনফরমেশন সোসাইটি) ২০১৯ এ অংশগ্রহণ করতে বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য হিসেবে বর্তমানে জেনেভায় অবস্থান করছেন। এপ্রিলের ৮ থেকে ১২ তারিখে সুইজারল্যান্ডের জেনেভায় এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। পাঁচ দিনব্যাপী এ সম্মেলনে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের সভাসহ শতাধিক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, WSIS ( ওয়ার্ল্ড সামিট অন দি ইনফরমেশন সোসাইটি) ২০১৯ সালের ফলোআপ ফোরামে এবারের চেয়ারম্যান হচ্ছেন বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। এছাড়াও জনাব মোস্তাফা জব্বার ডব্লিউএসআইএস এ ৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।