নতুন পন্য

বাংলাদেশের বাজারে ২৪,৯৯৯ টাকায় এমআই ৮ লাইট আনলো শাওমি

By Baadshah

January 06, 2019

বাংলাদেশের বাজারে এমআই ৮ সিরিজের নতুন মডেলের ফ্লাগশিপ ‘এমআই ৮ লাইট’ নিয়ে এসেছে বিশ্বের শীর্ষ প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। ফোনটি মূলত তরুণদের আকর্ষণ করবে, যারা সবসময় সামাজিক যোগোযোগ মাধ্যমে সক্রিয় থাকতে দারুন দারুন সব ফটোগ্রাফি পছন্দ করেন।

এমআই ৮ লাইট ফোনের পেছনে গ্লাসের প্যানেল ব্যবহার করা হয়েছে, যা দেখতে চোখ ধাঁধানো এবং আয়নার মতো ফিনিশিং দেওয়া। এছাড়াও ফোনটির সামনে ২৪ মেগাপিক্সেল সনি আইএমএক্স৫৭৬ সেন্সরে ক্যামেরা এবং কোয়ালকম স্নাপড্রাগন ৬৬০ এআইই এসওসি প্রসেসর ব্যবহার করা হয়েছে। যারা খুব সুন্দর ছবি তুলতে পছন্দ করেন এবং তাদের স্মার্টফোনে আনন্দদায়ক অভিজ্ঞতা নিতে চান তাদের প্রয়োজন পূরণ করবে এমআই ৮ লাইট।

সাংকেত আগারওয়াল, হেড-ওভারসিজ এক্সপানশন, ভারতীয় উপমহাদেশ, শাওমি ইন্ডিয়া বলেন, ‘বাংলাদেশে এমআই ৮ লাইট আনতে পেরে আমরা খুবেই আনন্দিত। বাংলাদেশে শাওমি গ্রাহকদের জন্য ফোনটিতে ২৪ মেগাপিক্সেল সনি আইএমএক্স৫৭৬ সেন্সর সেলফি ক্যামেরা এবং কোয়ালকম স্নাপড্রাগন ৬৬০ এআইই এসওসি প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেটাতে সর্বোচ্চ স্মার্ট প্রযুক্তি, পর্যাপ্ত স্পেস ব্যবহার করা হয়েছে। ফোনটির দামও যৌক্তিক হারে নির্ধারণ করা হয়েছে। আমাদের জন্য বাংলাদেশ একটি প্রোমাইজিং মার্কেট এবং এই মার্কেটের গ্রাহক ও ফ্যানদের জন্য আমাদের চেষ্টা থাকে নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে নতুন ফোন এনে সামনে এগিয়ে যাওয়া।’

ফোনের অন্যান্য ফিচার

মাত্র ৭.৫ মিলি মিটারের স্লিম বডির এমআই ৮ লাইট ফোনে ৬.২৬ ইঞ্জির ১৯.৯ এলসিডি ফুল স্ক্রিন ডিসপ্লে, যার রেজুলেশন এফএইচডি+ (২২৪৬ x ১০৮০), সামনে কর্নিং গোরিলা গ্লাস ৫ সারফেস, সনি আইএমএক্স৩৬৩ রেয়ার এআই ডুয়েল ক্যামেরা, এআই ফিচারের হাই পারফরমেন্ট ক্যামেরা হার্ডওয়্যার, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিনসহ (এআইই) কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ অক্টাকোর এসওসি, কোয়ালকম কিরিও আর্কিটেকচার, কেয়ালকম অ্যাড্রিনো ৫১২ জিপিইউ এবং ৪ জিবি এলপিডিডিআর৪এক্স র‌্যাম এবং ৩৩৫০ অ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

বাংলাদশের বাজারে শুক্রবার (৪ জানুয়ারি, ২০১৯) থেকে সব এমআই স্টোরস, খুচরা বিক্রেতা, পার্টনার চ্যানেল এবং দারাজে ব্লু ও মিডনাইট রংয়ে ফোনটি পাওয়া যাচ্ছে। ফোনটির দাম রাখা হচ্ছে ২৪,৯৯৯ টাকা।