শাওমির ফোন কিনতে চান? আপনাদের জন্য শাওমি নতুন চমক আছে শিগগির। কম দামে মানে ১০ হাজার টাকার কম দামের সেকশনে নতুন ফোন দেশের বাজারে আনবে শাওমি। শাওমি সূত্রে এ খবর জানা গেছে। ফোন সম্পর্কে এখনো বিস্তারিত জানায়নি শাওমি। তবে শাওমি ইন্ডিয়ার প্রধান মানু কুমার জেইন বলেন, বাংলাদেশে সাশ্রয়ী দামের সেগমেনেট মানুষের কম ক্ষমতার মধ্যে অনেক ফোন আনবে। ধীরে ধীরে পোর্টফোলিও বাড়াবে। এর বাইরে শাওমি বাংলাদেশের বাজরে পোকো ফোন এফ ১ আনছে। সম্প্রতি ভারতের বাজারে পোকো এফ ১ ফোনটি উন্মুক্ত করেছে শাওমি। উন্মোচনের পর এবার ভারত ছাড়াও কোন কোন দেশে ফোনটি পাওয়া যাবে তা জানিয়েছে শাওমি। তালিকায় থাকা ৬৫টি দেশের মধ্যে একবারে প্রথমে আছে বাংলাদেশের নাম। ভারতে মাত্র ২১ হাজার ৯৯৯ রুপিতে বিক্রি হওয়া ফোনটিতে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর, ৬ গিগাবাইট র্যাম ও ৬৪ গিগাবাইট স্টোরেজ।
ভারতের দিল্লিতে এক অনুষ্ঠানে ফোনটির ঘোষণা দিয়ে শাওমি বলেছে, এটা হল মাস্টার অব স্পিড ফোন। এ ফোনটির প্রসেসর স্পিডকে হাইলাইট করছে শাওমি। ফোনটিতে হাই–এন্ড সব ফিচার থাকলেও দামের দিক থেকে অনেক কম। স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ৯ এর প্রায় সব ফিচার ফোনটিতে আছে। কিন্তু এর দাম সে তুলনায় প্রায় অর্ধেক। কম দামে এত উন্নত ফিচারের ফোন বাজারে ছাড়ায় অন্যান্য স্মার্টফোন নির্মাতারা বাজারে চ্যালেঞ্জের মুখে পড়বে। পোকো এফ ১ স্মার্টফোনটিতে রয়েছে হালের স্ন্যাপড্রাগন চিপ, চার হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি ও ৮ গিগাবাইট র্যাম। আরও পড়ুন: পোকো এফ ১ আনল শাওমি, দাম কত, কি আছে?