টিপস ও টিউটোরিয়াল

বাংলাদেশে ওয়্যারলেস স্পিকারের দাম কত?

By Baadshah

January 28, 2019

বাজারে কত রকম স্পিকার আছে। তবে এখন ওয়্যারলেস স্পিকারের চাহিদা বাড়ছে। অনেকে বাজারে কিনতে যাওয়ার আগে দাম জানতে চান। ওয়্যারলেস স্পিকারের দাম জেনে নিন:

মাইক্রোল্যাব বি১৬ দাম: ৭৫০ টাকা

শাওমি মি মিনি স্পিকার দাম: ১ হাজার ৩২০ টাকা

এইচপি এস৬৫০০ দাম: ১ হাজার ৮৭০ টাকা

এডিফায়ার এম১২৫০ দাম: ৯৯০ টাকা

এডিফায়ার ই৩৩৫০ প্রিজমা দাম: ৮ হাজার ৫৬০ টাকা

লজিটেক এক্স৫০ দাম: ২ হাজার ৫৭০ টাকা

রিম্যাক্স আরবি-এম৯ দাম: ২ হাজার ২০০ টাকা

মাইক্রোল্যাব ডি২২ দাম: ২ হাজার ৩১০ টাকা

ক্রিয়েটিভ উফ৩ দাম: ২ হাজার ৮৪০ টাকা

হ্যাবিট এসকে৪৭৩ দাম: ৪৪০ টাকা

পরামর্শ: রাজধানীর বসুন্ধরাসিটি, আইডিবি, মাল্টিপ্ল্যানসহ সব মার্কেটে পাবেন। স্পিকার কেনার আগে জানতে হবে আপনার কম্পিউটারে কোন ধরনের স্পিকার সমর্থন করে। সাধারণত ২:১, ৪:১, ৫:১ কিংবা ৭:১ স্পিকার পাওয়া যায় বাজারে। অনেক স্পিকার আছে পেনড্রাইভ বা মেমোরি কার্ড থেকে সরাসরি বাজাতে পারে। মোড়কের গায়ে স্পিকারের স্পেসিফিকেশন উল্লেখ করা থাকে। ওয়াট, ফ্রিকোয়েন্সি, সিগন্যাল রেশিও, ইনপুট-আউটপুট ব্যবস্থা থাকে সেখানে।