TechJano

বাংলাদেশে ওয়্যারলেস স্পিকারের দাম কত?

বাজারে কত রকম স্পিকার আছে। তবে এখন ওয়্যারলেস স্পিকারের চাহিদা বাড়ছে। অনেকে বাজারে কিনতে যাওয়ার আগে দাম জানতে চান। ওয়্যারলেস স্পিকারের দাম জেনে নিন:

মাইক্রোল্যাব বি১৬
দাম: ৭৫০ টাকা

শাওমি মি মিনি স্পিকার
দাম: ১ হাজার ৩২০ টাকা

এইচপি এস৬৫০০
দাম: ১ হাজার ৮৭০ টাকা

এডিফায়ার এম১২৫০
দাম: ৯৯০ টাকা

এডিফায়ার ই৩৩৫০ প্রিজমা
দাম: ৮ হাজার ৫৬০ টাকা

লজিটেক এক্স৫০
দাম: ২ হাজার ৫৭০ টাকা

রিম্যাক্স আরবি-এম৯
দাম: ২ হাজার ২০০ টাকা

মাইক্রোল্যাব ডি২২
দাম: ২ হাজার ৩১০ টাকা

ক্রিয়েটিভ উফ৩
দাম: ২ হাজার ৮৪০ টাকা

হ্যাবিট এসকে৪৭৩
দাম: ৪৪০ টাকা

পরামর্শ: রাজধানীর বসুন্ধরাসিটি, আইডিবি, মাল্টিপ্ল্যানসহ সব মার্কেটে পাবেন। স্পিকার কেনার আগে জানতে হবে আপনার কম্পিউটারে কোন ধরনের স্পিকার সমর্থন করে। সাধারণত ২:১, ৪:১, ৫:১ কিংবা ৭:১ স্পিকার পাওয়া যায় বাজারে। অনেক স্পিকার আছে পেনড্রাইভ বা মেমোরি কার্ড থেকে সরাসরি বাজাতে পারে। মোড়কের গায়ে স্পিকারের স্পেসিফিকেশন উল্লেখ করা থাকে। ওয়াট, ফ্রিকোয়েন্সি, সিগন্যাল রেশিও, ইনপুট-আউটপুট ব্যবস্থা থাকে সেখানে।

Exit mobile version