রাজধানীর বনানীতে লেটস লার্ন কোডিং এ হয়ে গেল ডকার নিয়ে বাংলাদেশে প্রথম সেমিনার। ডেভেলপার আর সিস্টেমএডমিনদের জন্যে ডকার একটি উন্মুক্ত প্লাটফর্ম, এটি ব্যবহার করে খুব সহজেই ডিস্ট্রিবিউটেড অ্যাপলিকেশন বিল্ড করে, শিপ করা যায় এবং রান করা যায়, তা সে ল্যাপটপ কিংবা ডাটা সেন্টারের ভিএম হোক অথবা ক্লাউডই হোক না কেন। ডকার গো নামক ভাষায় তৈরি। মূলত গত ২৪ শে মার্চ আমরা ডকারের ৫ম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে ছোট খাট একটি সেমিনার এরও আয়োজন ছিল। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পাঠাও এর সিনিয়র সফটওয়্যার প্রকৌশলী মিনহাজ আহম্মদ সাইরাস, আইল্যাব এর সিও ও প্রতিষ্ঠাতা মো. রাসেল আহমেদ, লেটস লার্ন কোডিং এর সিও ও প্রতিষ্ঠাতা মোহাম্মদ সুমন মোল্লা সেলিম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র এস এম সারওয়ার নবীন। উল্লেখ্য গত ২৪ শে ফেব্রুয়ারি ডকার ইনকর্পোরেশন অফিসিয়ালি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র এস এম সারওয়ার নবীনকে কমিউনিটি লিডার হিসেবে ডকার – ঢাকা, বাংলাদেশ কমিউনিটি অনুমোদন দেয়। events.docker.com/dhaka/গেলে কমিউনিটি সম্বন্ধে বিস্তারিত জানা যাবে। এই আয়োজনে সহযোগী হিসেবে ছিল তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান লেটস লার্ন কোডিং, আইল্যাব, এআরএ এডস এন্ড কো এবং ব্রেক বাইট।