প্রযুক্তি খবর

বাংলাদেশে প্রযুক্তি খাতে ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে রাশিয়া

By Baadshah

April 13, 2018

বাংলাদেশের প্রযুক্তি খাতে ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে রাশিয়া। এ উপলক্ষে ১১ এপ্রিল রাতে, রাজধানীর প্রগতি স্বরণির কনফিডেন্স সেন্টারে বাংলাদেশের আইটি প্রতিষ্ঠান ‘ইউনিকম বাংলাদেশ’ এবং রাশিয়ার শীর্ষ আইটি প্রতিষ্ঠান ‘রাইট’ এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। রাশিয়ার রাইট এর প্র্যাকটিস ডিরেক্টর অ্যালেক্সি চুগোনব এবং ইউনিকম বাংলাদেশের সিইও মো. শাহিদ-উল-মুনীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ চুক্তির আওতায় রাইট রাশিয়া বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে প্রযুক্তি নিরাপত্তা, সরকারি আইটি সেবা উন্নতকরণ, বিভিন্ন জনসেবামূলক খাত ও প্রতিষ্ঠানকে প্রযুক্তির অধীনে আনা, স্মার্ট সিটি, শিক্ষা, ইন্স্যুরেন্স ও আইটি সেবা এবং সরকারের বিভিন্ন কাজে হাইটেক সুবিধার উন্নয়নে আইটি সল্যুশন হিসেবে কাজ করবে। তাদের দেশিয় পার্টনার হিসেবে বাংলাদেশে এসব বাস্তবায়ন করবে ইউনিকম বাংলাদেশ।