জনপ্রিয়

বাংলাদেশে ‘মটোরোলা ওয়ান পাওয়ার’ কত দাম?

By Baadshah

February 09, 2019

বাংলাদেশের বাজারে আসছে বহুল প্রতিক্ষিত মটোরোলার নতুন স্মার্টফোন ‘মটোরোলা ওয়ান পাওয়ার’। আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে এই নতুন স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে। ফোনটির দাম হতে পারে ২৫, ০০০ টাকা।

নতুন এ ফোনটির বিষয়ে বাংলাদেশের মটোরোলার ন্যাশনাল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের পরিচালক সাকিব আরাফাত বলেন, ‘ভারতের বাজারে বর্তমানে ব্যাপক চাহিদাসম্পন্ন ‘মটোরোলা ওয়ান পাওয়ার’-এর চাহিদা এখন বাংলাদেশেও। তাছাড়া বাংলাদেশের বাজারে মোটোরোলা ওয়ান-এর ভালো কাটতি এবং Motorola Bangladesh-এর ফেসবুক পেজে গ্রাহকদের আগ্রহ থেকেই মোটোরোলা ওয়ান পাওয়ার বাজারে আনার সিদ্ধান্ত নেয় মোটোরোলার ন্যাশনল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড।’

ফোনটির বৈশিষ্ট্য:

‘মটোরোলা ওয়ান পাওয়ার’ ফোনে অ্যানড্রয়েড ওয়ান-এর লেটেস্ট প্ল্যাটফর্ম অ্যান্ড্রয়েড ওরিও ব্যবহার করা হয়েছে। ফলে আগামী দুই বছর অ্যান্ড্রয়েড যতবার আপডেট নেবে ততবারই ‘মটোরোলা ওয়ান পাওয়ার’- এর ওপারেটিং সিস্টেম আপডেট নেবে। ৬.২ ইঞ্চি (২,২৪৬ x ১০৮০) ডিসপ্লে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩৬ ৪ জিবি র্যাম, ৬৪ জিবি স্টোরেজ (২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল মেমোরি ব্যবহারের সুবিধা) ১৬ এমপি + ৫ এমপি ডুয়াল ক্যামেরা পিডিএএফ, LED ফ্ল্যাশ LED ফ্ল্যাশসহ ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ৫,০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি