মেসি আসছেন, মেসি আসছেন। লিওনেল মেসি বাংলাদেেশে আসছেন।বাতাসে কয়দিন ধরেই ঘুরছে কথাটা। যা রটে তার কিছুটা তো বটে!
আসলে মেসি যদি সত্যিই আসেন তবে তবে এবার হবে দ্বিতীয়বার আসা। এবারে আসবেন অন্য কারণে। আর্জেন্টিনার বিশ্বকাপ শেষ হয়েছে দ্বিতীয় রাউন্ডেই। এরই মাঝে লিওনেল মেসি যোগ দিয়েছেন বার্সেলোনায়। মেসি বার্সাতে ফিরলেও তাকে নিয়ে বেশ বড়সড় গুঞ্জন শুরু হয়েছিল বাংলাদেশে। কয়েকটি অনলাইন পোর্টালে খবর এসেছিল, আগামী ২২ জুলাই ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে আসছেন তিনি।
তবে সেই খবর সম্পূর্ণ গুজব বলে জানিয়েছে বাংলাদেশে ইউনিসেফ কর্তৃপক্ষ। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে যোগাযোগ করেছে তারা। মেসির বাংলাদেশে আসার ব্যাপারে কোনো নিশ্চিত তথ্য পায়নি।
এর আগে ২০১১ সালের ৬ সেপ্টেম্বর বাংলাদেশে একটি প্রীতি ম্যাচ খেলতে এসেছিলেন লিওনেল মেসি। ইউনিসেফের দূত হিসেবে ২০০৬ সালে জিনেদিন জিদান বাংলাদেশে আসলেও আর তেমন বড় কোনো ফুটবলারের বিংশ শতাব্দীতে পা পড়েনি এই বাংলাদেশে।
তবে মেসি আসার খবরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সত্যিই কি মেসি এসে পড়ছেন তা দেখার পালা।