ট্রেন্ডিং

বাংলাদেশে শাওমি রেডমি ৬ আসছে, দাম কত?

By Baadshah

September 13, 2018

১০ হাজার টাকার কমে বাংলাদেশে একটি শাওমি ফোন আসবে এমন গুঞ্জন ছিল বেশ কিছুদিন ধরে। অবশেষে সত্যি হতে যাচ্ছে তা। শাওমির কর্মকর্তা ও শাওমির পরিবেশক প্রতিষ্ঠানের কর্মকর্তারা ৬ সংখ্যটি প্রমোট করছেন।

শাওমি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে না জানালেও ধারণা করা হচ্ছে, রেডমি সিরিজের নতুন ফোনের ঘোষণা আসবে ।ইতোমধ্যে শাওমি বাংলাদেশের অফিসিয়াল পেইজ থেকে ‘৬’ নম্বর সংখ্যার একটি ছবি প্রকাশ করেছে। সেখানে লেখা, ১৫ সেপ্টেম্বর আসছে দেশের স্মার্টফোন।

৬ সংখ্যা থেকে ধারণা করা হচ্ছে, এটি হবে পারে শাওমি রেডমি ৬ । রেডমি ৬ রয়েছে, ৫.৪৫ ইঞ্চি এইচডি প্লাস ১৮:৯ ডিসপ্লে। যা ৭২০*১৪৪০ রেজুলেশন সমৃদ্ধ। রয়েছে ২.০ গিগাহার্জের অক্টা কোর মিডিয়াটেক হিলিও পি২২ প্রসেসর। ছবি তোলার জন্য পিছনে রয়েছে এফ/২.২ অ্যাপার্চারের ১২ ও ৫ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।

৩ ও ৪ গিগাবাইট র‍্যামে ফোনটিতে যথাক্রমে ৩২ ও ৬৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরির সংস্করণে পাওয়া যাবে। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ওরিও এর কাস্টমাইজ এমআইইউআই ৯। মাইক্রো ইউএসবি সুবিধাযুক্ত ডিভাইসটিতে রয়েছে ৩ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।

ভারতের বাজারে ডিভাইস মূল্য ৯ হাজার রুপি। তবে বাংলাদেশে মূল্য কত হতে পারে সে সম্পর্কে বিস্তারিত কোন তথ্য জানা যায়নি।