ইভেন্ট

বাংলাদেশে স্যানট্যাক পরিবেশক স্টুডিও ম্যাশন

By Baadshah

November 12, 2018

এশিয়া অঞ্চলের সবচেয়ে বড় ইউপিএস নির্মাতা প্রতিষ্ঠান স্যানট্যাকের বাংলাদেশী পরিবেশক হয়েছে প্রযুক্তি পণ্য পরিবেশক প্রতিষ্ঠান স্টুডিও ম্যাশন। গত ৮ নভেম্বর (বৃহস্পতিবার) রাতে ঢাকার একটি স্থানীয় হোটেলে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্টুডিও ম্যাশনের পরিচালক (বিক্রয়-বিপনন) এইউ খান জুয়েলের হাতে পরিবেশক সনদ তুলে দেন স্যানটেক চ্যানেল ম্যানেজার মিস জয়েস ইয়েহ।

এসময় স্যানট্যাক কাস্টমার সার্ভিস ম্যানেজার মি: এয়ার চেং ছাড়াও স্টুডিও ম্যাশন ব্যবস্থাপনা পরিচালক আবু মোস্তফা চৌধুরী সুজন, সিইও আসিফ মাহমুদ, পরিচালক রাশেদুল খালেক শিমুল প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হালনাগাদ মডেলের বেশ কয়েকটি স্যানটেক ইউপিএস অবমুক্ত করা হয়। একইসঙ্গে দেশের ইতিহাসে প্রথম বারের মতো ব্যাটারিসহ ইউপিএস ক্রয়ের ক্ষেত্রে দুই বছরের বিক্রয়োত্তর সেবা পলিসি ঘোষণা করা হয়।

পণ্য অবমুক্তের আগে নিজস্ব ল্যাবে পরিচালিত পরীক্ষণের ফল প্রকাশ করে স্যানটেকের মান বিষয়ে জানানো হয়- স্যানটেক ইউপিএস এর ব্যাকআপ সময় দেশের বাজারে বিক্রি হওয়া যেকোনো ব্যান্ডের থেকে দ্বি-গুণ। মডেলে ভেদে কোনো কোনো ক্ষেত্রে আট গুণ পর্যন্ত ভালো সেবা দেয়।