ইভেন্ট

বাংলাদেশ কম্পিউটার সোসাইটির উদ্যোগে বিসিএস আইসিটি ফেস্ট অনুষ্ঠিত

By Sajia Afrin

February 18, 2025

বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস) এর উদ্যোগে এবং আইআইসিটি, বুয়েট-এর সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হলো তিন দিনব্যাপী “বিসিএস আইসিটি ফেস্ট ২০২৫”। গত শনিবার ১৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অডিটোরিয়ামে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

শনিবারে অনুষ্ঠিত এই উৎসবের মূল প্রতিপাদ্য ছিল “Empowering Cyber Talent and Showcasing Innovation”। উদ্বোধনী বক্তব্যে বিসিএস-এর সহ-সভাপতি (একাডেমিক) জয়নাল আবেদিন বর্তমান ও ভবিষ্যতের আইটি চ্যালেঞ্জ, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা এবং উদ্ভাবনী সমাধানের গুরুত্ব তুলে ধরেন। তিনি দিনব্যাপী কর্মশালাগুলো উপভোগের আমন্ত্রণ জানিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

প্রথম দিনে ১৩ ফেব্রুয়ারি রাত ৮টায় শুরু হয় ২৪ ঘণ্টার অনলাইন সিটিএফ প্রতিযোগিতা। যেখানে ২৫৭টি দল অংশ নেয় এবং সাইবার নিরাপত্তা দক্ষতা প্রদর্শন করে।

দ্বিতীয় দিনে ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৮টায় সিটিএফ প্রতিযোগিতা শেষ হয় এবং রাত ১০টায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

তৃতীয় দিনে ১৫ ফেব্রুয়ারি বুয়েট অডিটোরিয়ামে একাধিক ইভেন্ট অনুষ্ঠিত হয়। বিকাল ৫টায় বুয়েট অডিটোরিয়ামে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সিটিএফ, প্রজেক্ট শোকেস ও পোস্টার প্রেজেন্টেশনের বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিসিএস-এর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আরেফিন, সহ-সভাপতি (অর্থ) আব্দুল বাসেত, সহ-সভাপতি (একাডেমিক) জয়নাল আবেদিন, মহাসচিব এলিন ববি, যুগ্ম সচিব (অর্থ) মোঃ জারাফাত ইসলাম কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহরিয়ার হোসেন খান প্রমুখ।

এই উৎসবে দেশের শীর্ষস্থানীয় আইটি কোম্পানি, স্টার্টআপ, শিক্ষাপ্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থাগুলোর অংশগ্রহণ ছিল। সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ব্লকচেইন প্রযুক্তি এবং অন্যান্য আধুনিক প্রযুক্তি নিয়ে প্রদর্শনী ও আলোচনা সেশন অনুষ্ঠিত হয়।

বিসিএস-এর সেক্রেটারি জেনারেল এলিন ববি ভবিষ্যতে আরও সফল প্রোগ্রাম আয়োজনের প্রতিশ্রুতি দেন এবং প্রতিটি বিশ্ববিদ্যালয়ে বিসিএস স্টুডেন্ট ফোরাম গঠন করার ঘোষণা দেন।

বিসিএস-এর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আরেফিন সকল অংশগ্রহণকারী, আয়োজক ও সহযোগী সংস্থাকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

বিসিএস-এর জয়েন্ট সেক্রেটারি (অ্যাডমিন) শরিফুল আনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক তত্ত্ববধায়নে ছিলেন বিসিএস- এর কাউন্সিলর বায়েজিদ হাসান ভূঁইয়া, মোহাম্মদ ওমর সিদ্দিকী, এসএম সাজ্জাদ হোসেন, ওয়াহিদ মুরাদ, মো. আলমগীর, মনিরুল ইসলাম, আসাদুজ্জামান, নিমাই চন্দ্র মন্ডল, তানভিদুল ইসলাম, আমিমুল এহসান, মাজাহারুল ইসলাম, মারুফ হোসেন, ইঞ্জি. এসএম পারভেজ রানা প্রমুখ।